Advertisement
১৮ এপ্রিল ২০২৪
book fair

শুরু হল করিমপুর বইমেলা, থিম ‘বই হোক সই’

করিমপুর বাজার এলাকায় দীর্ঘ পদযাত্রার মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হল ২১তম করিমপুর বইমেলার।

করিমপুর বাজার এলাকায় দীর্ঘ পদযাত্রার মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হল ২১তম করিমপুর বইমেলার।

করিমপুর বাজার এলাকায় দীর্ঘ পদযাত্রার মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হল ২১তম করিমপুর বইমেলার। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
করিমপুর শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৩ ২৩:২৩
Share: Save:

এমনিতেই বৃহস্পতিবার। সাপ্তাহিক বাজার বন্ধের দিন। তার উপর কনকনে ঠান্ডায় জবুথবু করিমপুর। আড়মোড়া ভেঙে বইয়ের জন্য পথ হাঁটছে বাংলাদেশ সীমান্তবর্তী নদিয়ার প্রান্তিক জনপদের কচিকাঁচারা। কেউ মোটা শীতের পোশাক গায়ে জড়িয়ে, কেউ আবার বাহারি শাড়িতে সেজে হাতে হাত মিলিয়ে পথ হাঁটছে। মুরুটিয়ার রাবেয়া, শিকারপুরের প্রসেনজিৎ, দিগল কান্দির বরকত আর করিমপুরের অম্লানদের স্লোগান এখন ‘বই হোক সই’। এটাই এ বারের করিমপুর বইমেলার থিম।

করিমপুর বাজার এলাকায় দীর্ঘ পদযাত্রার মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হল ২১তম করিমপুর বইমেলার। করোনার পরিস্থিতিতে দু’বছর বন্ধ থাকার পর বৃহস্পতিবার ১২ জানুয়ারি করিমপুর সংহিতা সরকার মেমোরিয়াল ট্রাস্টের উদ্যানে বইমেলার সূচনা অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন জেলার বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবন্ধিকরা।

এ বার করিমপুর বইমেলায় থাকছে মোট ৩০টি স্টল। এত দিন করিমপুর বইমেলা জগন্নাথ উচ্চ বিদ্যালয়ের মাঠে হয়ে এসেছে। সেই স্কুলে এ বছর ক্রীড়া অনুষ্ঠান থাকায় সেখানে বইমেলা হচ্ছে না। এ বার বইমেলায় থাকছে শুধু বইয়ের বিপণি। অন্য কোনও স্টল থাকবে না। বইমেলার ক’দিন নানা রকম সাংস্কৃতিক ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানও থাকছে। বইমেলা কমিটির সম্পাদক গৌরব বিশ্বাস বলেন, ‘‘বই আমাদের বন্ধু। তাই ‘বই হোক সই’— এটাকে থিম করেই আমরা বইমেলা করছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

book fair
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE