নদিয়ার কৃষ্ণনগরের ঈশিতা মল্লিক হত্যা মামলায় পুলিশের ভূমিকা এবং পরিবারের বয়ান নিয়ে ফের প্রশ্ন তুললেন অভিযুক্ত দেশরাজ সিংহর আইনজীবী।বৃহস্পতিবার কৃষ্ণনগর আদালতে শুনানির সময় আসামি পক্ষের আইনজীবী শামসুল ইসলাম মোল্লা দাবি করেন, নিহত কিশোরীর মা কুসুম মল্লিকের বক্তব্যে একাধিক গুরুতর অসঙ্গতি রয়েছে। তাঁর অভিযোগ, ঘটনার সময় কুসুমের ছেলেকে স্কুলে আনতে যাওয়ার দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। এমনকি, অভিযুক্ত দেশরাজের গুলি চালানোর ঘটনাটিকে পুলিশের ‘মস্তিষ্কপ্রসূত’ এবং সাজানো নাটক বলে তিনি আদালতে দাবি করেন।
আদালতে সওয়াল-জবাব চলাকালীন আসামি পক্ষের আইনজীবী আরও দাবি করেন, ঘটনার দিন আসলে তেমন কোনও পরিস্থিতিই তৈরি হয়নি যা পুলিশের চার্জশিটে উল্লেখ করা হয়েছে। তাঁর মতে, কুসুম সংবাদমাধ্যমে যা বলেন এবং পুলিশের কাছে যা জানান তার মধ্যে কোনও মিল নেই। আইনজীবী বলেন, কুসুম আদতে দেশরাজকে গুলি করতে দেখেননি এবং তাঁকে চিনতেনও না। শুধুমাত্র ব্যক্তিগত সন্দেহ থেকে দেশরাজের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানো হয়েছে বলে তিনি জানান। যদিও আদালতে দাঁড়িয়ে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ও অসঙ্গতির কথা অস্বীকার করেছেন মৃতার মা।
চলতি সপ্তাহে মঙ্গলবার এবং বুধবারের শুনানিতে ‘সিজার লিস্ট’ বা ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত হওয়া সামগ্রীর তালিকায় কার্তুজের খোল এবং বুলেট হেড নিয়েও প্রশ্ন তোলেন আসামি পক্ষের আইনজীবী।
মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৩০ ও ৩১ জানুয়ারি। ওই দিন মৃতার ভাই করণ মল্লিক এবং তার পরের দিন তাঁর দাদু জয়দেব মল্লিক আদালতে সাক্ষ্য দেবেন। তাঁদের সাক্ষ্যদান এই মামলার বিচার প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।