স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলাই কাল হল! শ্বশুরবাড়ির সদস্যদের হাতে খুন হতে হল যুবককে। মুর্শিদাবাদের ডোমকলে ঘটনাটি ঘটেছে। অভিযোগ, যুবককে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দিয়েছেন স্ত্রী ও শ্বশুরবাড়ির পরিজনেরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম কুদ্দুস আলি। জলঙ্গির বাসিন্দা কুদ্দুস পরিযায়ী শ্রমিক ছিলেন। বিয়ে হয়েছিল ডোমকল থানার ফকিরাবাদ এলাকায়। সেই থেকে শ্বশুরবাড়ির পাশেই বাড়ি তৈরি করে থাকতেন তিনি। ভিন্রাজ্যে কাজ করে সংসার চালাতেন। সপ্তাহদুয়েক আগেই কাজ থেকে বাড়ি ফিরেছিলেন কুদ্দুস। বৃহস্পতিবার বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ।
আরও পড়ুন:
নিহতের পরিবারের অভিযোগ, স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলায় শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে কুদ্দুসকে। পরে বিষয়টিকে আত্মহত্যা প্রমাণ করতে দেহটি ঝুলিয়ে দেওয়া হয়েছে। কুদ্দুসের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলেও দাবি পরিবারের। খবর পেয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ডোমকল থানার পুলিশ। কুদ্দুসের স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনায় শুরু হয়েছে তদন্ত।