ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে পরস্ত্রীকে ব্ল্যাকমেল! বধূর স্বামীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হলেন ‘প্রেমিক।’ মুর্শিদাবাদের খড়গ্রাম থানার ঘটনা।
বধূর স্বামীর অভিযোগ, ফেসবুকে তাঁর স্ত্রীর সঙ্গে বন্ধুত্ব করেন অভিযুক্ত। তাঁর অজান্তে ওই যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন স্ত্রী। সম্প্রতি তাঁর কাছে পুরো ঘটনার কথা জানিয়েছেন স্ত্রী। এ-ও জানিয়েছেন, তাঁকে ব্ল্যাকমেল করছেন ওই যুবক। স্ত্রীর সম্মান রক্ষার্থে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছে।
পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে ভরতপুরের এক বাসিন্দাকে গ্রেফতার করেছে তারা। শুরু হয়েছে অভিযোগ খতিয়ে দেখা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অভিযোগকারীর স্ত্রী খড়গ্রাম থানার বাসিন্দা। ওই দম্পতির দুই সন্তান। তাঁদের ঘনিষ্ঠ সময়ের ভিডিয়ো রেকর্ড করে রেখেছিলেন যুবতীর প্রেমিক। ওই মহিলা সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চাওয়ায় বেঁকে বসেন সেই যুবক। তখনই ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার ভয় দেখান অভিযুক্ত। এই বিষয়টি নিয়ে ধৃতকে জেরা করা হচ্ছে।
আরও পড়ুন:
অন্য দিকে, ওই বধূ জানিয়েছেন, গত ১ ডিসেম্বর ফেসবুকে তাঁর সঙ্গে ভরতপুরের ওই যুবকের আলাপ হয়। তার আগে তাঁরা একে অপরকে চিনতেন না। বার্তা আদানপ্রদানের মাধ্যমে ক্রমশ ঘনিষ্ঠতা বাড়ে তাঁদের। তাঁর বাড়িতেও যাতায়াত শুরু করেন যুবক। সেই সময় তাঁর কিছু আপত্তিকর ছবি এবং ভিডিয়ো তুলে রেখেছিলেন যুবক। তার পরে তাঁকে বিয়ে করবেন বলে ওই যুবক জোর করতে থাকেন। তিনি মানতে না-চাওয়ায় শুরু হয় হুমকি দেওয়া। শেষ পর্যন্ত ভয় পেয়ে বিষয়টি তিনি স্বামীকে জানান।