এক মত্ত যুবকের তাণ্ডবে রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হল একাধিক ব্যক্তিকে। শুক্রবার ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার জগপুরে। ঘণ্টা খানেক ধরে এলাকায় তাণ্ডব চালিয়ে পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে জগপুর পশ্চিমপাড়ার বাসিন্দা বাপ্পা দুর্লভ নামে এক মত্ত যুবক দীপক দুর্লভ নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ দেন। অভিযোগ, এর পর একটু দূরে গিয়ে বিপ্লব রায়চৌধুরী নামে আবার এক পথচারীর গলায় হাঁসুয়ার কোপ দেন। এর পরই স্থানীয় মানুষজন তাঁকে ধরে আটকে রাখেন। খবর দেওয়া হয় পুলিশে। অন্য দিকে, আশঙ্কাজনক অবস্থায় বিপ্লবকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তড়িঘড়ি তাঁর গলায় অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা।
আরও পড়ুন:
পরে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বাপ্পাকে গ্রেফতার করেছে রানাঘাট থানার পুলিশ। শুধু মাত্র মত্ত অবস্থার কারণেই তিনি এই কাণ্ড ঘটালেন নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।