৪ লক্ষ ৯২ হাজার ৫০০ টাকা জাল নোট-সহ গ্রেফতার এক জন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকে নিউ ফরাক্কা স্টেশনে। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে নিউ ফরাক্কা স্টেশন সংলগ্ন এলাকা থেকে সন্দেহজনক ভাবে এক ব্যক্তিকে আটক করে নিউ ফরাক্কা রেল পুলিশ। ধৃতের কাছে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ৪ লক্ষ ৯২ হাজার ৫০০ টাকা জাল নোট উদ্ধার করে। তদন্তের সাপেক্ষে ধৃত ওই ব্যক্তির নাম ও পরিচয় গোপন রেখেছে রেল পুলিশ।
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে রেল পুলিশের কাছে নিশ্চিত খবর আসে ফরাক্কা রেলস্টেশন এলাকায় এক যুবক কয়েক লক্ষ টাকা জাল নোট পাচারের চেষ্টা করছেন। খবর পাওয়া মাত্রই ওই যুবককে হাতেনাতে গ্রেফতার করতে তৎপর হয় রেল পুলিশ। পরিকল্পনা মাফিক জাল পেতে গ্রেপ্তার করা হয় ওই যুবককে। ধৃতের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় পাঁচ লক্ষ টাকা। ওই ব্যক্তি জাল নোটগুলো কোথা থেকে নিয়ে আসা হয়েছিল, কোথায় পাচার করা হচ্ছিল, সেই পুরো বিষয়টি তদন্ত করছে নিউ ফরাক্কা রেল পুলিশ। বুধবার সকালে ধৃতের সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে জঙ্গিপুর জঙ্গিপুর আদালতে পেশ করে রেল পুলিশ। বিচারক আবেদন মঞ্জুর করে।
শিলিগুড়ি রেল পুলিশ ডিএসপি পারিজাত সরকার বলেন, ‘‘এই মুহূর্তে ধৃত ব্যক্তির নাম-পরিচয় জানানো সম্ভব নয়। আমরা চক্রটি গোটা চক্রটিকে গ্রেফতার করতে।’’