প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসে পড়েন প্রেমিকা। প্রেমিককে ফিরে পেতে আত্মহত্যার চেষ্টাও করেন। শেষ পর্যন্ত পুলিশের হাতে আটক হন তিনি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলে।
মুর্শিদাবাদের ডোমকল থানার ভগীরথপুর বাজার এলাকায় প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসেন তরুণী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনি গৃহবধূ। তাঁর বয়স প্রায় ৩০ বছর। শ্বশুরবাড়ি বকশিপুর এলাকায়। অভিযোগ, স্বামীর অনুপস্থিতিতে ১৭ বছর বয়সি এক কিশোরের সঙ্গে সম্পর্ক তৈরি হয় গৃহবধূর। সমাজমাধ্যমে দু’জনের পরিচয় হয়েছিল। এই সম্পর্কে বাদ সাধেন কিশোরের বাবা–মা। তরুণীর অভিযোগ, তিনি যখন কিশোরের বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন, তখন তাঁকে মারধর করেন তার মা। অভিযোগ, এর পরে ছুরি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন তরুণী। শেষ পর্যন্ত পুলিশ এসে মেয়েটিকে আটক করে নিয়ে যায়।
স্থানীয়দের দাবি, কিশোর তরুণীকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু পরে রাজি হয়নি। কিশোরের মায়ের দাবি, তাঁর ছেলের অন্য এক জনের সঙ্গে সম্পর্ক রয়েছে।