ফের বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের অভিযোগ প্রতিবেশী রাজ্য ওড়িশায়। বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরের বেশ কয়েক জন বাসিন্দাকে মোহনচরণ মাঝীর পুলিশ গ্রেফতার করেছে বলে খবর।
জানা গিয়েছে, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরের ১০ জন ফেরিওয়ালা ওড়িশায় গিয়ে আটক হয়েছেন। তার আগে থানায় কয়েক ঘণ্টা বসিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ। মুর্শিদাবাদের শ্রমিকদের পরিবারগুলি জানাচ্ছে, পূর্ব মেদিনীপুরের পাঁচ জন এবং মুর্শিদাবাদের পাঁচ জন মিলে ওড়িশায় ফেরিওয়ালার কাজ করতেন। গত সোমবার রাতে কাজ সেরে ভাড়াবাড়িতে খেতে বসেছিলেন তাঁরা। সেই সময় সেখানে উপস্থিত হয় পুলিশ। তাঁদের থানায় নিয়ে গিয়ে দীর্ঘ ক্ষণ বসিয়ে রাখার পর গ্রেফতার করা হয়েছে। এক পরিযায়ী শ্রমিকের পরিবারের সদস্যের কথায়, “ও বলেছিল, পশ্চিমবঙ্গ থেকে ব্যবসার কাজে গিয়েছে। তার পরেও বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয় ওদের সবাইকে।’’ তিনি রাজ্য প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন, ধৃত সবাইকে যেন ছাড়িয়ে আনা হয়।
আরও পড়ুন:
পরিযায়ী শ্রমিকদের আত্মীয়েরা জানিয়েছেন, তথ্য যাচাইয়ের জন্য সকলেই পরিচয়পত্র দিয়েছিলেন। তার পরেও তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসন সূত্রে খবর, ওড়িশা রাজ্য পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু করেছে মুর্শিদাবাদ এবং মেদিনীপুর জেলা পুলিশ।
উল্লেখ্য, গত সোমবার ওড়িশার জগৎসিংপুর জেলায় বাংলাদেশিদের আশ্রয় দেওয়ার অভিযোগে এক জনের বাড়ি ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরতে ওড়িশার পাঁচ জেলায় তল্লাশি অভিযান চালায় সে রাজ্যের পুলিশ।