চার বছরের শিশুকে চকোলেট দেওয়ার লোভ দেখিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন। খুনের পর দেহ লোপাটের চেষ্টা-সহ একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত করে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডর দিল রানাঘাটের অতিরিক্ত দায়রা আদালত।
আদালত সূত্রে জানা গিয়েছে, গত ২০২২ সালের ২২ ডিসেম্বর শান্তিপুর থানার বাগাছড়া গ্রাম পঞ্চায়েতের হিজুলির বাসিন্দা সাবির মণ্ডল অভিযোগ করেছিলেন, তাঁর চার বছরের শিশুকন্যা বাড়ি থেকে অপহৃত হয়েছে। বাড়িতে ঠাকুমার সঙ্গে খেলা করার সময় চকোলেটের লোভ দেখিয়ে তাঁর প্রতিবেশী আব্দুল গফফার তাকে অপহরণ করে নিয়ে যান বলে অভিযোগ। পরে ওই শিশুটির দেহ পাশের একটি সর্ষে ক্ষেত থেকে উদ্ধার হয়। গ্রেফতার হন আব্দুল। বৃহস্পতিবার সেই ঘটনায় রানাঘাট আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক সৌমেন গুপ্ত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
মামলার সরকারি আইনজীবী অপূর্ব ভদ্র বলেন, ‘‘এটি একটি বিরলতম ঘটনা। দোষী ব্যক্তিকে ভারতীয় দণ্ডবিধির ৩০২, ৬৩, ৬৫ ও তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে ২০১ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও আর্থিক জরিমানার নির্দেশ দিয়েছেন।’’