শমসেরগঞ্জ, ধুলিয়ান, সুতিতে গোলমালের পরে গত তিন সপ্তাহে একে একে মুর্শিদাবাদে এসেছেন রাজ্যপাল এবং বিভিন্ন রাজৈতিক দলের নেতারা। এ বার জেলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার তাঁর জেলায় আসার কথা রয়েছে।
প্রশাসন সূত্রে খবর, বহরমপুরে পৌঁছে সোমবার সার্কিট হাউসে রাত্রিবাস করার কথা মুখ্যমন্ত্রীর। পরের দিন মঙ্গলবার তিনি ধুলিয়ান, শমসেরগঞ্জে এবং সুতিতে যাওয়ার কথা। মুখ্যমন্ত্রীর জেলা সফর ঘিরে প্রস্তুতি তুঙ্গে জেলা প্রশাসনের। বহরমপুরের ব্যারাক স্কোয়ারে মুখ্যমন্ত্রীকে নিয়ে হেলিকপ্টার নামার কথা। সেই জন্য ওই মাঠ পরিষ্কার করে বিভিন্ন জায়গায় রঙ করা হয়েছে। ঘন ঘন বৈঠক করে সব কিছু খতিয়ে দেখছেন জেলা প্রশাসনের কর্তারা। মাঠ পরিদর্শনের পাশাপাশি অন্য প্রস্তুতিও খতিয়ে দেখছেন তাঁরা। রবিবার থেকেই পুলিশি নিরাপত্তা চোখে পড়েছে বহরমপুর শহরে।
জেলা প্রশাসন সূত্রের খবর, মঙ্গলবার শমসেরগঞ্জের ক্ষতিগ্রস্ত এলাকায় যেতে পারেন মুখ্যমন্ত্রী। পরে দুপুরে সুতির ছাবঘাটি স্কুল ময়দানে তাঁর প্রশাসনিক সভায় যোগ দেওয়ার কথা। সেখানে তিনি নাগরিকদের সরকারি পরিষেবা প্রদান, কয়েকটি প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন বলে সূত্রের খবর। ওইদিন বিকেলে তাঁরা বহরমপুরে ফিরে আসার কথা। সেখানে রাত্রিবাস করে বুধবার তিনি কলকাতার উদ্দেশে রওনা হতে পারেন। মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্র বলেন, ‘‘মুখ্যমন্ত্রী সোমবার বিকেলে বহরমপুরে আসছেন। পরদিন ধুলিয়ান, শমসেরগঞ্জে তাঁর কর্মসূচি রয়েছে।’’ মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ পুলিশ জেলায় কোনও কর্মসূচি নেই। সব কর্মসূচিই জঙ্গিপুরে। তাঁর পরবর্তী কর্মসূচি পরে জানা যাবে।’’
এ দিন বহরমপুরে জেলা কংগ্রেস ভবনে কটাক্ষের সুরে অধীর চৌধুরী বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর সভা সফল করতে সেখানকার পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা ময়দানে নেমে পড়েছেন। তাঁরা (নিহত পিতা-পুত্রের পরিবারের লোকজন) আসতে না চাইলেও তাঁদের আনতে হবে। কারণ, আপনি যাচ্ছেন।’’ এ নিয়ে বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার বলেন, ‘‘অধীরবাবু বিজেপির দয়া করে দেওয়া দিল্লির আবাসে থাকেন, বিজেপি সরকারের দেওয়া নিরাপত্তারক্ষী নিয়ে ঘোরেন। তাই তাঁকে তো বিজেপিকে খুশি করতে তৃণমূলের বিরুদ্ধে কথা বলতেই হবে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)