Advertisement
২৭ এপ্রিল ২০২৪

বিয়ের শেষ পাতে পড়ল ‘নো এনআরসি’

এনআরসি ও নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে এ বার প্রতিবাদ হল বিয়ে বাড়িতেও।

বিয়েবাড়ির সেই রুমাল। নিজস্ব চিত্র

বিয়েবাড়ির সেই রুমাল। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
লালগোলা শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯ ০৩:১৭
Share: Save:

এনআরসি ও নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে এ বার প্রতিবাদ হল বিয়ে বাড়িতেও। লালগোলার কালমেঘা এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে খাওয়া দাওয়ার সঙ্গে চলল এনআরসি ও নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ।

ডিওয়াইএফের লালগোলা উত্তর লোকাল কমিটির সভাপতি জামালউদ্দিনের বিয়ে ছিল ২৫ ডিসেম্বর। ২৭ তারিখ ছিল বৌভাতের অনুষ্ঠান। জামালউদ্দিন স্থানীয় একটি ইট ভাটার মালিক। বৌভাতের মেনুতে দই-কাতলা থেকে হট গোলাপজামুন— বাদ ছিল না কিছুই। কিন্তু খাওয়া দাওয়া সেরে রুমালে হাত মুছতে গিয়েই চমকে উঠেছেন আমন্ত্রিতরা। সেখানে স্পষ্ট হরফে লেখা— নো এনআরসি নো সিএএ। এনআরসি এবং নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সোচ্চার হোন। জামালউদ্দিন বলছেন, ‘‘এ ছাড়া আর উপায় বলুন, সবার কাছে নয়া নাগরিকত্ব আইন নিয়ে আমার আপত্তিটা পৌঁছে দেওয়া খুব জরুরি।’’

তবে জানিয়ে রাখছেন, ‘‘এনআরসি ও নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সকলেই প্রতিবাদ করছেন। আমিও এনআরি, নয়া নাগরিকত্ব আইন ও এনপিআর এর প্রতিবাদ করছি। তবে এ কথাও ঠিক যে প্রতিবাদের ধরন নিয়ে আমার আপত্তি রয়েছে।’’

রুমাল প্রতি জামালউদ্দিনের খরচ পড়েছে তিন টাকা। এমন ১৭০০ রুমাল করেছেন তিনি। পাছে ওই রুমালে হাত মুছে ফেলে দেন কেউ তাই খাওয়ার পরেই সকলের হাতে ধরিয়েছেন আলাদা টিস্যু পেপারও।

বৌভাতের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন লালগোলার বাসিন্দা জামালের বন্ধু সুকান্ত সরকার, তিনি বলছেন, ‘‘এই আন্দোলনে জামালের পাশেই আছি আমরা। যে ভাবে জীবনের প্রতিটি ধাপে জামাল নয়া নাগরিকত্ব আইনের প্রতিবাদ করছেন তা প্রমাণ করে দেয় মানুষের প্রতিবাদকে কতটা গুরুত্ব দিচ্ছে জামাল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE