দীর্ঘ টালবাহানার পর অবশেষে কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অপসারণের দাবি গৃহীত হল। সূত্রের খবর, সোমবার কৃষ্ণনগর পুরসভার বোর্ড অফ কাউন্সিল একটি বৈঠকের আয়োজন করে। যেখানে ১৫ জনের উপস্থিতিতে চেয়ারম্যান অপসারণের প্রস্তাব গৃহীত হয়েছে বলে জানা যায়। কৃষ্ণনগর পুরসভার বর্তমান চেয়ারম্যান রীতা দাসের বিরুদ্ধে অনাস্থার দাবি তোলেন তাঁর নিজের দলের কাউন্সিলরেরা। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এই বৈঠক শেষে ১৫-০ ভোটে অনাস্থা প্রস্তাব পাশ হয় বলে জানা গিয়েছে। যেখানে ১৩ জনই ছিলেন শাসকদলের কাউন্সিলর। এক জন কংগ্রেস এবং অন্য জন নির্দল। সকলেই রীতা দাসের বিরুদ্ধে অনাস্থাপ্রস্তাব আনে।
তবে এই অনাস্থা প্রক্রিয়ায় বেজায় চটেছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তাঁরা স্পষ্ট জানিয়ে দেন যে, পুরো বিষয়টিতে দলের কোনও অনুমোদন নেই। তবে বিক্ষুদ্ধ কাউন্সিলরদের উপর তাঁদের নজর রয়েছে। দলের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “কৃষ্ণনগর পুরসভায় চেয়ারম্যান অপসারণের প্রক্রিয়ায় দলের কোন অনুমোদন নেই। যে বা যাঁরা করেছেন এটা তাঁদের সিদ্ধান্ত। গোটা বিষয়টার উপরে নজর রয়েছে দলের।”
আরও পড়ুন:
তবে বর্তমান চেয়ারম্যান রীতা জানান, এই অনাস্থা প্রক্রিয়ার ফলে কৃষ্ণনগর পুরসভায় যে অচলাবস্থা তৈরি হয়েছে, সেই বিষয় নিয়ে আলোচনার জন্য কলকাতার তৃণমূল ভবনে অনাস্থাপ্রস্তাব আনা সকল কাউন্সিলরদের ডেকে পাঠানো হয়েছে। সেখানে আলোচনার পর দল যা সিদ্ধান্ত নেবে তাই মেনে নেবেন তিনি।