Advertisement
০৩ মে ২০২৪

সারের গোডাউনে উদ্ধার বৃদ্ধের দেহ

নিজের সারের দোকানের গোডাউনে খুন হলেন এক বৃদ্ধ। সোমবার বিকেলে হোগলবেড়িয়ার গোপালপুরঘাটের ঘটনা। পুলিশ জানিয়েছে মৃতের নাম বিভাসচন্দ্র সরকার(৬২)। তাঁর বাড়ি গোপালপুরঘাট লাগোয়া মুর্শিদাবাদের জলঙ্গি থানার সরকারপাড়ায়।

নিজস্ব সংবাদাতা
করিমপুর শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ০০:৪৫
Share: Save:

নিজের সারের দোকানের গোডাউনে খুন হলেন এক বৃদ্ধ। সোমবার বিকেলে হোগলবেড়িয়ার গোপালপুরঘাটের ঘটনা। পুলিশ জানিয়েছে মৃতের নাম বিভাসচন্দ্র সরকার(৬২)। তাঁর বাড়ি গোপালপুরঘাট লাগোয়া মুর্শিদাবাদের জলঙ্গি থানার সরকারপাড়ায়।

ঘটনার পর এ দিন বিকেলে পুলিশ কুকুর আনার দাবিতে স্থানীয়রা মৃতদেহ আটকে রেখে করিমপুর-বহরমপুর রাজ্য সরকার অবরোধ করেন। হোগলবেড়িয়া থানার পুলিশ এবং তেহট্টের এসডিপিও কার্তিক মন্ডল এসেও অবরোধ তুলতে পারেননি। শেষ পর্যন্ত এ দিন রাত আটটা নাগাদ বিএসএফ
পুলিশ কুকুর নিয়ে এলে বাসিন্দারা অবরোধ তুলে নেন। তেহট্টের এসডিপিও জানিয়েছেন “ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।”

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিভাসচন্দ্র প্রায় ৩০ বছর ধরে নদিয়ার গোপালপুরঘাটে সারের ব্যবসা করেন। একই বিল্ডিংয়ে সারের দোকান ও গোডাউন আছে। অন্যান্য দিনের মতো এ দিন সকালের দিকে বিভাসবাবুর ছেলে বিপ্লব সরকার দোকানে বসেছিলেন। বরাবরের মতো এ দিন দুপুরে দোকানে
আসেন বিভাসবাবু। সেই সময় ছেলে বিপ্লব বাবাকে দোকানে
রেখে করিমপুরে যান। এ দিন বিকেল সাড়ে তিনটে বিপ্লব গোপালপুরে ফিরে দেখেন সারের দোকান বন্ধ। এর পরে তিনি গোপালপুরঘাটে বাবার খোঁজ করেন। পরে তিনি সারের গোডাউনের সার্টার খুলে দেখেন বাবার মৃতদেহ পড়ে রয়েছে। তাঁর মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Old woman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE