কালীগঞ্জে বোমা বিস্ফোরণে ১০ বছরের নাবালিকা তমন্না খাতুনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হল আরও এক অভিযুক্তকে। ধৃত ব্যক্তির নাম আবদুল কাসেম শেখ। ওই ঘটনায় এখনও পর্যন্ত মোট ১০ জনকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানার পুলিশ। তারা এখনও তদন্ত চালাচ্ছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। ধৃতকে জেরা করে অন্য অভিযুক্তদের খোঁজ পেতে চাইছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার কালীগঞ্জের মোলান্দী পূর্বপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে আবদুলকে। শনিবার ধৃতকে আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। এই গ্রেফতারির পর ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০। এখনও ১৪ জন অভিযুক্ত অধরা রয়েছে। তাঁদের গ্রেফতার করতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলে খবর।
গত ১৯ জুন কালীগঞ্জে বিধানসভার উপনির্বাচন ছিল। ২৩ জুন ছিল ভোটগণনা। সে দিন ফল পুরোপুরি ঘোষিত হওয়ার আগেই কালীগঞ্জে শাসকদল তৃণমূলের জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। ফলে বিজয়মিছিল বার করা হয়। অভিযোগ, সেখান থেকে সিপিএম সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছিল। যে বোমার আঘাতে মৃত্যু হয়েছে চতুর্থ শ্রেণির ছাত্রী তমন্না খাতুনের। তার পরিবার সিপিএম সমর্থক হিসাবে পরিচিত। তমন্নার মা গাওয়ালকেই মূল অভিযুক্ত হিসাবে চিহ্নিত করেছিলেন। মেয়ের মৃত্যুর ঘটনায় মোট ২৪ জনের নামে খুনের অভিযোগ করেন তমান্নার মা সাবিনা খাতুন। এখনও পর্যন্ত ১০ জন গ্রেফতার হয়েছেন।