ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে ফের এক বার চোরা কারবারিদের প্রতিহত করে বিপুল অঙ্কের সোনা উদ্ধার করল সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনস্থ ৩২তম ব্যাটালিয়নের জওয়ানেরা কৃষ্ণনগরের বর্ডার ফাঁড়ি হোরান্দিপুর এলাকায় অভিযান চালিয়ে এক পাচারকারীকে হাতেনাতে পাকড়াও করেছে। অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয়েছে ২০টি সোনার বিস্কুট। সব মিলিয়ে ওজন ২৩৩২.৬৬ গ্রাম। আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮২ লক্ষ টাকা।
বিএসএফ সূত্রে খবর, গত শনিবার রাতে হোরান্দিপুর বিওপি-তে মোতায়েন জওয়ানদের কাছে গোপন সূত্রে খবর আসে ওই সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা করছে দুর্বৃত্তরা। বিএসএফ জানতে পারে, মুসলিমপাড়া গ্রামের এক ব্যক্তি বাংলাদেশ থেকে বেআইনি ভাবে আনা সোনা ভারতে পাচারের পরিকল্পনা করছে। খবর পেয়ে জওয়ানেরা তৎক্ষণাৎ সতর্ক হয়ে যান।
রবিবার সকাল ৬টার দিকে এক ব্যক্তিকে ঘন বাঁশঝাড়ের মধ্যে দিয়ে যেতে দেখে সন্দেহ হয় বিএসএফের। সঙ্গে সঙ্গে ঘিরে ধরা হয় তাঁকে। আটক করে তল্লাশি চালাতেই ওই ব্যক্তির কাছে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে ২০টি সোনার বিস্কুট পাওয়া যায়। সঙ্গে সঙ্গে অভিযুক্তকে হোরান্দিপুর বিওপি-তে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন:
বিএসএফের তরফে জানানো হয়, উদ্ধার হওয়া সোনা ও অভিযুক্ত ব্যক্তিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক নিলোৎপল পাণ্ডে বলেন, ‘‘আমাদের জওয়ানেরা সর্বদা সসতর্ক। শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক আমাদের। ফলেই সীমান্তে এই ধরনের অবৈধ কার্যকলাপ বন্ধ করা সম্ভব হচ্ছে।”