ঘরের মধ্যে আচমকা বিস্ফোরণে জখম হলেন এক মহিলা। মঙ্গলবার ওই ঘটনা ঘটেছে নদিয়ার ধুবুলিয়ায়। ওই মহিলা ভর্তি হাসপাতালে। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে পুলিশ।
ধুবুলিয়া থানার বেলপুকুর সিদ্ধেশ্বরীতলা এলাকার বাসিন্দা অপর্ণা ঘোষ। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ভারত-নিউজিল্যান্ডের খেলা দেখছিলেন অপর্ণার পরিবারের অন্য সদস্যেরা। সেই সময় পাশের ঘরে আচমকা বিস্ফোরণের আওয়াজ শুনতে পান তাঁরা। অপর্ণার পরিবারের লোকজন ছুটে গিয়ে দেখতে পান তিনি জখম হয়ে কাতরাচ্ছেন। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ধুবুলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। বিস্ফোরণের জেরে হাতে চোট পেয়েছেন অপর্ণা।
আরও পড়ুন:
-
ইডি দফতরে আবার যুব তৃণমূল নেতা শান্তনু, নিয়োগ দুর্নীতিতে এই নিয়ে পঞ্চম বার হাজিরা
-
একশো দিনের কাজের টাকা না দিলে দুর্বার আন্দোলন, কেন্দ্রকে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী
-
অবাধ্য ঋষভ প্রকাশ্যে! পাত্তা না দেওয়া পন্থকে কোচিংই করাতেন না রোহিতদের ফিল্ডিং কোচ
-
এ বার সিবিআইয়ের জালে খানাকুলের তৃণমূল নেতা, আট বছর আগের চিটফান্ড কাণ্ডে ধৃত
কী কারণে এই বিস্ফোরণ তা খতিয়ে দেখছে পুলিশ। এই নিয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার ঈশানী পাল বলেন, ‘‘বিস্ফোরণের কারণ এখনই নিশ্চিত ভাবে বলা সম্ভব নয়। তা খতিয়ে দেখা হচ্ছে।’’