আয়ার কাজ করতে আসা এক তরুণীকে হোটেলের ঘরে তালাবন্ধ করার ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।
মঙ্গলবার কৃষ্ণনগর শহরে নেদেরপাড়া মোড়ে হোটেলের তিনতলার জানলা থেকে ওই তরুণীকে চিৎকার করতে দেখে নীচে ভিড় জমে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মহিলাকে উদ্ধার করে। যে মহিলা তাঁকে মায়ের পরিচর্যা করার জন্য আয়ার কাজে ডেকে বাইরে থেকে তালা দিয়ে চলে গিয়েছিলেন, তাঁকেও কোতোয়ালি থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কৃষ্ণনগর পুলিশ জোলার সুপার অমরনাথ কে বলেন, “রাত পর্যন্ত কোনও অভিযোগ দায়ের না হলেও কী উদ্দেশ্যে হোটেলের ঘরে ডেকে পাঠিয়ে ওই তরুণীকে আটকে রাখা হয়েছিল, আমরা তা জানার চেষ্টা করছি। হোটেল কর্তৃপক্ষকেও জিজ্ঞাসাবাদ করা হবে।” অভিযুক্ত মহিলা তালা দিয়ে চলে গেলেন কেন, সেই প্রশ্নের সদুত্তর রাত পর্যন্ত মেলেনি। হোটেলের তরফে কেউ এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)