Advertisement
০৮ মে ২০২৪
Nadia

প্রধানের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ বিডিও, তেহট্টে বন্ধ নাগরিক পরিষেবা! ক্ষুব্ধ সাধারণ মানুষ

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
তেহট্ট শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৩ ২৩:৪৪
Share: Save:

গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পুলিশের কাছে আর্থিক অনিয়মের অভিযোগ দায়ের করেছেন বিডিও। তার পর থেকেই পঞ্চায়েত অফিসে আসা কার্যত বন্ধ করে দিয়েছেন প্রধান! যার জেরে পরিষেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ। নদিয়ার তেহট্ট-১ ব্লকের ঘটনা। বাসিন্দারা যাতে সঠিক পরিষেবা পান, তার জন্য উপপ্রধান-সহ অন্য সদস্যেরা বিডিও শুভাশিস মজুমদারের কাছে পদক্ষেপের আর্জি জানিয়েছেন। শুভাশিস বলেন, ‘‘আইন মোতাবেক খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে। নাগরিক পরিষেবা সুষ্ঠু ভাবেই মিলবে।’’

ব্লক প্রশাসন সূত্রে খবর, তেহট্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান মুক্তি হালদারের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ জানান পঞ্চায়েতের অন্য সদস্যেরা। তেহট্ট-১ ব্লক অফিসে তাঁরা লিখিত দেন। তার ভিত্তিতে দুই সদস্যের একটি তদন্ত কমিটি তৈরি করেন বিডিও। সেই কমিটি সাড়ে ৭ লক্ষ টাকার আর্থিক অনিয়মের হদিস পায় প্রধানের বিরুদ্ধে। এর পর প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন বিডিও। অভিযোগ, তার পর থেকেই পঞ্চায়েত অফিসে আসা বন্ধ করে দিয়েছেন মুক্তা। যার জেরে বন্ধ নাগরিক পরিষেবা।

বাড়ি তৈরির নকশা অনুমোদন না হওয়ায় বিপাকে পড়েছেন এলাকার বাসিন্দা ভাস্কর বিশ্বাস। তিনি বলেন, ‘‘আমি দিন পনের হল, বাড়ি তৈরির নকশার ছাড়পত্রের জন্য আবেদন করেছি। প্রধান না আসায় নকশার অনুমোদন পাচ্ছি না। তাই বাড়ি বানাতে পারছি না। প্রশাসনের উচিত, খুব তাড়াতাড়ি এই বিষয়ে ব্যবস্থা নেওয়া।’’ পঞ্চায়েতে ওয়ারিশের শংসাপত্র নিতে গিয়েছিলেন সমীর মণ্ডল। কিন্তু প্রধান না থাকায় তিনিও তা পাননি। সমীর বলেন, ‘‘প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ হওয়ায় প্রধান আসছেন না। আমরা কাজের জন্য বারে বারে ঘুরে যাচ্ছি। আর কত দিন এই ভাবে চলবে, বুঝতে পারছি না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nadia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE