দু’সপ্তাহ ধরে আগে গুরুতর অসুস্থ হয়েছেন মুর্শিদাবাদের সাংসদ তথা বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান আবু তাহের খান। তখন থেকে তিনি কলকাতার মল্লিকবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। বৃহস্পতিবার মালদহের প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবু তাহেরের অবর্তমানে দলের দাযিত্ব দিলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকারকে (ডেভিড)।
এ দিন মালদহের প্রশাসনিক বৈঠকের প্রশ্নোত্তরপর্বের মাঝে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আবু তাহের খান খুব অসুস্থ। আবু তাহের কি মুর্শিদাবাদ জেলাটা দেখত?’’ এই প্রশ্নের উত্তরে উঠে দাঁড়িয়ে ডেভিড বলেন, ‘‘উনি বহরমপুর-মুর্শিদাবাদের চেয়ারম্যান। উনি খুব অসুস্থ।’’ এর পরেই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আবু তাহেরের শরীরের যা অবস্থা (সুস্থ হতে) বেশ কিছু দিন লাগবে। যতদিন পর্যন্ত আবু তাহের সুস্থ হচ্ছে ততদিন তুমি একটু দায়িত্ব নাও না অপূর্ব। কারণ একটা যোগাযোগ তো রাখতে হবে। তুমি শাওনিকে (জেলা তৃণমূল সভাপতি শাওনি সিংহরায়কে) সাহায্য করে ভাল করে কাজটা করবে। তুমি আবু তাহেরের লোকেদের প্রোটেকশন দেবে।’’
এর পরে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ওর (আবু তাহেরের) পরিবারকে বলে দেবে ওর চিকিৎসার যা লাগবে আমরা করে দিচ্ছি। যাতে ও ভাল থাকে। আমি শান্তনু সেনকে দায়িত্ব দিয়েছি দেখার। চিন্তার কোনও কারণ নেই। তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, যতদিন আবু তাহের সুস্থ না হয় তুমি দেখো।’’ তখন ডেভিড মুখ্যমন্ত্রীকে বলেন, ‘‘দিদি আমি আপনার লোক।’’
এর পরে মুখ্যমন্ত্রী সভায় প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের খোঁজ করেন। তিনি বলেন, ‘‘জাকির আসেনি? জাকিরকে একটা কথা বলো আমার হয়ে জাকির যেন অবশ্য হুইল চেয়ার ব্যবহার করে। ও যে ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে ওর পা দুর্বল হয়ে গিয়েছে। আজকাল কত হুইল চেয়ার হয়েছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)