পুজার রূপটান সারতে বিউটি পার্লারে গিয়েছিল ষষ্ঠ শ্রেণির ছাত্রী। সে সব সেরে বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যায়। সে জন্য বকাবকি করেন বাড়ির বড়রা। অভিযোগ, তার জেরে আত্মহত্যা করল ১৩ বছরের ওই কিশোরী। বাড়ির পিছনে একটি আমবাগান থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। নদিয়ার শান্তিপুরের ফুলিয়ার ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, মৃত কিশোরীর নাম শুভমিতা মল্লিক। ১৩ বছরের মেয়েটি স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তার পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে রূপচর্চার জন্য বিউটি পার্লারে গিয়েছিল সে। কিন্তু বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায় তার। দেরি হওয়ার কারণ কী, জানতে চাইলে উচ্চবাচ্য না করে ঘরে ঢুকে যায় সে। সে জন্য আরও বকাবকি করা হয় তাকে। এর পর নিজের ঘরে ঘুমোতে চলে যায় ছাত্রীটি।
কিন্তু শুক্রবার সকালে ঘরে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার কিছু ক্ষণ পর প্রতিবেশীদের মাধ্যমে খবর আসে পার্শ্ববর্তী একটি আমগাছের ডালে গলায় দড়ি দিয়ে ঝুলছে ওই কিশোরী।
আরও পড়ুন:
খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মেয়েটির মৃত্যু নিশ্চিত করেন। পুলিশের কাছে মৃতার পরিবারের সদস্যদের দাবি, সামান্য বকাঝকার কারণে মেয়ে যে এমন কাজ করবে, তা ভাবতে পারেননি। ময়নাতদন্তের জন্য শুক্রবার ছাত্রীর দেহ পুলিশ মর্গে পাঠানো হয়েছে। কেন ওই স্কুলছাত্রী মারা গেল, মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তদন্ত করে দেখছে শান্তিপুর থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তারা।