বাজারে এসে গিয়েছে সে!
বহরমপুরের আকাশে পুবালি হাওয়ার ঝোঁক উঠুক আর না উঠুক, মেজ সেজ-সব বাজারেই ডুমো আলোর নিচে ঝলমল করতে শুরু করেছে রুপোলি শস্য। কিন্তু এ তার কেমন চেহারা! আকারে রুপচাঁদার মতো ঝলমলে, সরপুঁটির মতো চকচকে কিন্তু এ তো পদ্মা থেকে উঠে আসা সেই চোখ ধাঁধানো ইলিশ নয়। সাকুল্যে ইঞ্চি ছয়েকের সেই ‘বেআইনি’ ইলিশের পসরা সাজিয়েছেন বিক্রেতারা।
ক’দিন ধরেই মৎস্য দফতরের কর্তাদের কাছে খবর ছিল, ছোট ইলিশে বাজার ছেয়েছে। নড়েচড়ে বসতে সময় লাগলেও শেষতক শুক্রবার সকালে দফতরের কর্তারা পা রাখলেন বাজারে। তবে ওই, মাছের গাল টিপে আদর করার ভঙ্গিতে তাদের দেখেই ছেড়ে দিলেন। বিক্রেতাদেরও নামকাওয়াস্তে সতর্ক করেই প্রথম দিন দায় সারলেন কর্তারা। শুধু জানিয়ে গেলেন, ‘পরের বার দেখলে কিন্তু মাছ বাজেয়াপ্ত করা হবে!’