ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলাকালীন জোরদার করা হয়েছে আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা। সীমান্ত এলাকায় তল্লাশি অভিযান চলাকালীন বড়সড় সাফল্য পেল পশ্চিমবঙ্গ পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত নদিয়ার ধানতলা ও উত্তর ২৪ পরগনার বনগাঁয় পৃথক অভিযানে মোট ১২ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে ধৃতদের আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে চোরাপথে ভারতে প্রবেশ করে বিভিন্ন রাজ্যে কাজ করছিলেন এই অনুপ্রবেশকারীরা। সাম্প্রতিক যুদ্ধের আবহ ও নিরাপত্তা জোরদার হওয়ায় বাংলাদেশে ফেরার চেষ্টায় ছিলেন তাঁরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নদিয়ার ধানতলা থানার দত্তপুলিয়া এলাকায় শুক্রবার রাতে অভিযান চালায় পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সীমান্ত সংলগ্ন ওই এলাকায় হানা দেওয়া হয়। সাত বাংলাদেশি নাগরিককে ঘোরাঘুরি করতে দেখা গেলে তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। ভারতে বসবাসের কোনও বৈধ কাগজপত্র না থাকায় গ্রেফতার করা হয় তাঁদের। তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, তাঁরা কয়েক মাস আগে দালালের সাহায্যে নদিয়ার সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছিলেন। এর পর গুজরাত, দিল্লি ও হরিয়ানায় কাজ করলেও যুদ্ধ পরিস্থিতিতে দেশে ফেরার চেষ্টা করছিলেন। শনিবার রানাঘাট আদালতে তাঁদের পেশ হয়েছে। পুলিশের ধারণা, ওই দালালদের একটি চক্র সক্রিয় থাকতে পারে। তদন্ত চলছে।