Advertisement
১৯ মে ২০২৪

শিক্ষকদের টাকায় স্কুলে বসল সিসিটিভি

এত খরচ জোগাচ্ছে কে? রানাঘাট ভারতী হাই স্কুলের শিক্ষকেরা হাসতে হাসতে বলছেন, ‘‘আমাদের কোনও গৌরী সেন নেই। যা করার আমরাই করছি।’’ শিক্ষকেরা জানাচ্ছেন, স্কুলের পরীক্ষার বাইরেও তাঁদের বিভিন্ন পরীক্ষায় নজরদারির কাজ সামলাতে হয়।

নিজস্ব সংবাদদাতা
কল্যাণী শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ০০:২০
Share: Save:

স্মার্ট ক্লাস শুরু হয়েছিল আগেই। এ বার স্কুলে বসানো হল সিসিটিভি।

এত খরচ জোগাচ্ছে কে? রানাঘাট ভারতী হাই স্কুলের শিক্ষকেরা হাসতে হাসতে বলছেন, ‘‘আমাদের কোনও গৌরী সেন নেই। যা করার আমরাই করছি।’’ শিক্ষকেরা জানাচ্ছেন, স্কুলের পরীক্ষার বাইরেও তাঁদের বিভিন্ন পরীক্ষায় নজরদারির কাজ সামলাতে হয়। সেখানে তাঁরা বাড়তি সাম্মানিকও পান। সেই টাকা নিজেদের কাজে খরচ না করে তাঁরা ব্যয় করছেন স্কুলের কাজে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমন বিশ্বাস জানান, কখনও পুরো টাকাই স্কুলের উন্নয়ন তহবিলে দেওয়া হয়, কখনও বা প্রাপ্যের অর্ধেক। সেই টাকাতে স্কুলের দরিদ্র পড়ুয়াদের বই-খাতা কিনে দেওয়া-সহ নানা কাজকর্ম করা হয়। এ ভাবেই গত সেপ্টেম্বরে স্কুলে স্মার্ট ক্লাস শুরু হয়। স্কুলে কোনও নৈশরক্ষী নেই। রাখলেও তার জন্য কোনও অর্থ সাহায্য মিলবে না। সেই কারণেই গত শুক্রবার শিক্ষকদের জমানো টাকা থেকে স্কুলে ১১টি সিসিটিভি বসানো হল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Teachers CCTV School
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE