শমসেরগঞ্জ: পারিবারিক বিবাদে বোমাবাজির জেরে দুই খুদে ছাত্রীর আহত হওয়ার ঘটনায় দুই মহিলা-সহ তিন জনকে গ্রেফতার করল মুর্শিদাবাদের শমসেরগঞ্জ থানার পুলিশ। বুধবার রাতে ধৃতেরা হল সাহিনা বিবি, পপি খাতুন ও বরজাহান শেখ। বৃহস্পতিবার আদালতে হাজির করানো ধৃতদের ১৪ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।
শমসেরগঞ্জের দেবীদাসপুরে বাড়ির দখল নিয়ে দু’টি পরিবারের মধ্যে বুধবার সকালে গোলমাল বেধেছিল। ওই বাড়ির সামনে রয়েছে দু’টি কোচিং সেন্টার। সেখানে নার্সারি এবং স্কুলের পড়ুয়ারা পড়তে যায়। ঘটনার সময় কয়েক জন শিশু সেখানে পড়তে যাচ্ছিল।
অভিযোগ, সেই সময় রাস্তার উপরে দু’টি বোমা ফাটে। এক পড়ুয়ার পায়ে স্প্লিন্টার ছিটকে লাগে। তাকে অনুপনগর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্য জন সামান্য চোট পেয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে একাধিক জামিন-অযোগ্য ধারায় মামলা করা হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)