অবৈধ ভাবে ভারতীয় সীমান্ত পার করে দেশে ফিরছিলেন তিন বাংলাদেশি নাগরিক। কিন্তু শেষরক্ষা হল না। তার আগেই ধরা পড়ে গেলেন পুলিশের হাতে। শনিবার রাতে নদিয়া জেলার ধানতলা সীমান্তের কাছে ঘটনাটি ঘটেছে। রবিবার ধৃতদের রানাঘাট বিচার বিভাগীয় বিশেষ আদালতে হাজির করিয়ে হেফাজতে নিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম রূপা বেগম, মোহাম্মদ আলম এবং মনিরা শেখ। বাংলাদেশের ঝিনাইদহ এবং খুলনা এলাকার বাসিন্দা ওই তিন জন মাসতিনেক আগে দালালের সাহায্যে নদিয়া সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। এ দেশে এসে তড়িঘড়ি নকল পরিচয়পত্রও তৈরি করে ফেলেছিলেন তাঁরা। তার পর পাড়ি দিয়েছিলেন অন্য রাজ্যে। কিন্তু সম্প্রতি ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে সীমান্তে নজরদারি বৃদ্ধি পাওয়ায় ভয় পেয়ে তাঁরা দেশে ফেরার সিদ্ধান্ত নেন। সেই মতো শনিবার রাতে নদিয়ার ধানতলা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন ওই তিন জন। কিন্তু তার আগেই তাঁরা পুলিশের হাতে ধরা পড়ে যান।
আরও পড়ুন:
পুলিশ সূত্রেই জানা গিয়েছে, সম্প্রতি সীমান্তবর্তী রাজ্যগুলিতে কড়া নজরদারির জেরে একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ধরপাকড় শুরু হয়েছে। এই খবরে ভীত হয়ে পড়েছিলেন রূপা বেগম ও তাঁর সহযোগীরা। শনিবার রাতে দেশে ফেরার জন্য তাঁরা নদিয়ার ধানতলা সীমান্তের কাছে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিলেন। তাঁদের আচরণ দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তাঁরাই পুলিশে খবর দেন। খবর পেয়ে অভিযান চালিয়ে তিন জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে তাঁদের আসল পরিচয়। শুধু তা-ই নয়, গত তিন মাসে তাঁরা দেশের কোন কোন অঞ্চলে ঘুরে বেড়িয়েছেন, তাঁদের সঙ্গে নাশকতায় জড়িত কোনও সংগঠনের যোগাযোগ আছে কি না, সে সবও খতিয়ে দেখছে পুলিশ। এ ছাড়া, ওই এলাকায় আরও কোনও অনুপ্রবেশকারী লুকিয়ে থাকলে তাঁদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে।