বাংলাদেশি সন্দেহে সে দেশে পাঠিয়ে দেওয়া ভারতীয়দের মধ্যে তিন জনকে দেশে ফেরানো হয়েছে বলে জানালেন ‘পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদে’র চেয়ারম্যান তথা রাজ্যসভা সাংসদ সামিরুল ইসলাম। রবিবার তাঁর অভিযোগ, ‘‘গত ১০ জুন মুম্বই পুলিশ বাংলাদেশি সন্দেহে পাঁচ জনকে সেখানে ধরেছিল। ভারতীয় পরিচয়পত্র মুম্বই পুলিশকে পাঠানো সত্ত্বেও বেআইনি ভাবে বিএসএফের মাধ্যমে পাঁচ জনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।’’
সামিরুল জানান, হরিহরপাড়া, বেলডাঙা ও পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের বাসিন্দা তিন জনকে দেশে ফেরানো হয়েছে। ভগবানগোলা ও রানিতলার দু’জনকে আজ, সোমবারের মধ্যে দেশে ফেরানোর চেষ্টা চলছে। মুর্শিদাবাদের এসপি কুমার সানি রাজ বলেন, ‘‘বিএসএফের সহযোগিতায় বাংলাদেশ থেকে পরিযায়ী শ্রমিকদের উদ্ধার করা হয়েছে।’’ বাংলাদেশি সন্দেহে বাগদার পরিযায়ী শ্রমিক ফজের মণ্ডল ও তাঁর স্ত্রী তাসলিমাকেও বাংলাদেশে ‘পুশব্যাক’ করার অভিযোগ ওঠে মহারাষ্ট্র পুলিশের বিরুদ্ধে। ফজেরের পরিবার জানায়, গত শনিবার বিজিবি-র ফোন থেকে ফজের জানান, তাঁদের উত্তর দিনাজপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ পাঠানো হয়। তাঁদের হাতে ৩০০ টাকা দিয়ে ফোন ও কাগজ কেড়ে নেওয়া হয়। রাজ্য ওই দম্পতিকেও ফেরানোর চেষ্টা করছে।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)