বড়দিনের পরে ইংরেজি নববর্ষেও ভাল রকম রাজস্ব হারাল বন দফতর। কারণ দীর্ঘ দিনের নিয়ম অনুযায়ী বুধবার বেথুয়াডহরি অভয়ারণ্য বন্ধ থাকে। এ বার সেই ছুটির দিনটিতেই বড়দিন ও নববর্ষ পড়েছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, বিগত বছরগুলিতে এই দু’টি দিনেই ব্যাপক টিকিট বিক্রি হয়ে এসেছে। ক্রেতা কম হওয়ায় হতাশ স্থানীয় ব্যবসায়ীরাও।
বুধবার সকাল থেকে অভয়ারণ্যের তারের বেড়ার পাশে সার দিয়ে গাড়ি রেখে চড়ুইভাতি করতে দেখা যায় পর্যটকদের। তাঁদের অনেকেই বলেন, অভয়ারণ্য খোলা থাকলে উৎসবের আমেজ কয়েক গুণ বেড়ে যেত। অনেকে অভয়ারণ্য দেখবেন বলে এসেও হতাশ হয়ে ফিরে গিয়েছেন।
নাকাশিপাড়া ব্লকের এই অভয়ারণ্যে মূলত হরিণ, ময়াল, ঘড়িয়াল, নীলগাইয়ের মতো নানা পশু ছাড়াও বিভিন্ন প্রজাতির পাখিও আছে। সারা বছরই বহু পর্যটক আসেন, তবে শীতের সময় ভিড় বাড়ে। কিন্তু অন্যান্য বছরের তুলনায় এই বছর ভিড় নেই বললেই চলে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, গত ডিসেম্বর মাসে মাত্র দু’হাজার টিকিট বিক্রি হয়েছে। তার মধ্যে বর্ষশেষের সপ্তাহে অর্থাৎ ২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দৈনিক গড়ে দুশো টিকিটবিক্রি হয়েছে।
বন দফতর সূত্রের দাবি, প্রতি বছরই পয়লা জানুয়ারি টিকিট বিক্রি কয়েক গুণ বেড়ে যায়। গত বছরেও এক হাজারের উপর টিকিট বিক্রি হয়েছিল। এ দিন উত্তর ২৪ পরগনার বারাসত থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা শ্যমল চক্রবর্তী বলেন, “আজ আমার অফিস ছুটি। তাই স্ত্রী আর ছেলেকে নিয়ে ঘুরতে এসেছিলাম। কিন্তু এখানে এসে জানলাম, অভয়ারণ্য বন্ধ। তাই ফিরেযেতে হচ্ছে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)