Advertisement
২২ সেপ্টেম্বর ২০২৩

ট্রাক চালককে মারধর

টাকা আদায় করতে গিয়ে এক ট্রাক চালককে মারধরের অভিযোগ উঠল বহরমপুর মধুপুর এলাকায় কর্তব্যরত দুই ট্রাফিক পুলিশ কর্মীর বিরুদ্ধে। সংজ্ঞাহীন অবস্থায় চালক খাইরুল ইসলামকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

— নিজস্ব চিত্র।

— নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ৩০ জুন ২০১৫ ০১:০০
Share: Save:

টাকা আদায় করতে গিয়ে এক ট্রাক চালককে মারধরের অভিযোগ উঠল বহরমপুর মধুপুর এলাকায় কর্তব্যরত দুই ট্রাফিক পুলিশ কর্মীর বিরুদ্ধে। সংজ্ঞাহীন অবস্থায় চালক খাইরুল ইসলামকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। অভিযোগ, এই দুই ট্রাফিক পুলিশ চালকের কাছে ১০০ টাকা চেয়েছিল। খাইরুল ৫০ টাকা দিতে চেয়েছিলেন। তারপরেই রেগে গিয়ে ওই চালককে মারধর করা হয়। সোমবার সকালের ওই ঘটনার প্রতিবাদে স্থানীয় মানুষ ও ট্রাক চালকেরা প্রায় দু’ঘণ্টা জাতীয় সড়ক অবরোধ করে। ওই দুই ট্রাফিক পুলিশের শাস্তির দাবি তুলে বিক্ষোভও চলে। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়। জেলার পুলিশ সুপার সি সুধাকর বলেন, ‘‘ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে কড়া পদক্ষেপ করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE