শাশুড়িকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। মুর্শিদাবাদের বহরমপুরের ঘটনা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। খুনের কারণ জানতে তদন্ত শুরু করেছে তারা। ফেরার অভিযুক্ত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মানোয়ারা বিবি। তিনি মুর্শিদাবাদের বহরমপুরের বাসিন্দা। সোমবার রাতে অভিযুক্ত তাঁর বাড়িতেই ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছ, জামাই এবং শাশুড়ির মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। ক্রমশ তা বাড়তে থাকে। অভিযোগ, মেজাজ হারিয়ে ধারালো অস্ত্র দিয়ে মনোয়ারাকে এলোপাথাড়ি কোপাতে থাকেন যুবক। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মহিলা। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এর পরই খবর দেওয়া হয় থানায়। খবর শুনে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্ত শুরু করা হয়েছে। কী নিয়ে দু’জনের মধ্যে অশান্তি, তা জানার চেষ্টা চলছে। মৃতার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলবে পুলিশ। ঘটনার পর থেকে ফেরার অভিযুক্ত। তাঁর খোঁজ মেলেনি।