Advertisement
E-Paper

মালয়েশিয়ায় গিয়ে যুবক নিখোঁজ

কান্দির মহলন্দি-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান ফাতেমা বিবি বলেন, ‘‘সম্প্রতি মালয়েশিয়ায় পাঠাতে সাহায্যকারি এজেন্ট দাবি করেছেন, নাজেমুলকে যেখানে কাজে পাঠিয়েছিল সেখান থেকে নাকি তিনি পালিয়ে গিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০ ০১:৩৩
—ছবি সংগৃহীত

—ছবি সংগৃহীত

মালয়েশিয়ায় কাজে গিয়ে খোঁজ নেই এক যুবকের। কান্দির মহলন্দির বাবুপাড়ার নাজেমুল শেখ নামে ওই যুবকের সঙ্গে তাঁর পরিবার গত সাত মাস থেকে যোগাযোগ করতে পারছে না। নাজেমুলের পরিবার বিদেশ মন্ত্রকের পোর্টালে অভিযোগ দায়ের করেছেন। বহরমপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তা মতিউর রহমান বলেন, ‘‘বিদেশ মন্ত্রকে অভিযোগ জানানোর পর বৃহস্পতিবার মালয়েশিয়ার ভারতীয় হাইকমিশন থেকে ফোন করে আমার কাছে এবিষয়ে খোঁজ খবর করা হয়েছে।’’

কান্দির মহলন্দি-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান ফাতেমা বিবি বলেন, ‘‘সম্প্রতি মালয়েশিয়ায় পাঠাতে সাহায্যকারি এজেন্ট দাবি করেছেন, নাজেমুলকে যেখানে কাজে পাঠিয়েছিল সেখান থেকে নাকি তিনি পালিয়ে গিয়েছেন। বিষয়টি নিয়ে আমরা ব্লক প্রশাসনের সঙ্গে কথা বলব।’’ মুর্শিদাবাদের অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সিরাজ দানেশ্বর বলেন, ‘‘অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’’

জানুয়ারিতে করে ১লক্ষ ৫ হাজার টাকা সংগ্রহ করে ছেলেকে নাজেমুলকে মালয়েশিয়ায় পাঠান খোদাবক্স শেখ। তিনি জানান, আমরা খুব গরীব। ঋণ করে স্থানীয় এক দালালের সহায়তায় ছেলেকে বিদেশ পাঠান। সেখান গিয়ে মাস তিনেক ছেলের সঙ্গে যোগাযোগ ছিল। তার পর থেকে আর যোগাযোগ নেই। তাঁর দাবি, ‘‘আমরা জেনেছি যেখানে কাজ করছিল, তাঁদের কাছ থেকে বেতন চাইতে ছেলেকে মারধর করে তাড়িয়ে দিয়েছে। তার পর থেকে ছেলের খোঁজ পাচ্ছি না। যার মাধ্যমে ছেলেকে বিদেশ পাঠিয়েছিলাম সে আমাদের কোনও কথা শুনছে না। তাই বিদেশ মন্ত্রকের দ্বারস্থ হয়েছি।’’

গত ২৪ জানুয়ারি স্থানীয় এক দালালের সহযোগিতায় মালয়েশিয়া রওনা দেন নাজেমুল। সেখানে তাঁকে একটি সংস্থার অধীনে বাগান পরিষ্কারের কাজে লাগানো হয়।

Malaysia Youth went missing High Commission
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy