Advertisement
১৮ এপ্রিল ২০২৪

অসহায় প্রবীণদের ভরসা দিতে নদিয়ায় চালু করা হচ্ছে ‘সহায়’

ছোট থেকে আরও ছোট হচ্ছে পরিবার। একা থাকার অভ্যাস রপ্ত করতে বাধ্য হচ্ছেন বৃদ্ধরা। বিশ্ব প্রবীণ নাগরিক দিবসে এঁদের ভরসা দিতে হাত বাড়াচ্ছে নদিয়া পুলিশের সামাজিক উদ্যোগ ‘সহায়’। রাজ্যে এমন উদ্যোগ এই প্রথম বলে দাবি পুলিশ কর্তাদের। একাকীত্বে ভোগা প্রবীণদের জন্য স্বাস্থ্য কার্ড, স্বল্প খরচে চিকিৎসা এমনকি বাড়িতে গিয়ে চিকিৎসক দেখে আসার ব্যবস্থা ছাড়াও আইনি সহায়তার বিষয়েও প্রবীণ নাগরিকদের জন্য এক ধাপ এগিয়ে বিশেষ পরিষেবা দল তৈরি হয়েছে।

বিতান ভট্টাচার্য
কল্যাণী শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৪ ০০:২৮
Share: Save:

ছোট থেকে আরও ছোট হচ্ছে পরিবার। একা থাকার অভ্যাস রপ্ত করতে বাধ্য হচ্ছেন বৃদ্ধরা। বিশ্ব প্রবীণ নাগরিক দিবসে এঁদের ভরসা দিতে হাত বাড়াচ্ছে নদিয়া পুলিশের সামাজিক উদ্যোগ ‘সহায়’। রাজ্যে এমন উদ্যোগ এই প্রথম বলে দাবি পুলিশ কর্তাদের।

একাকীত্বে ভোগা প্রবীণদের জন্য স্বাস্থ্য কার্ড, স্বল্প খরচে চিকিৎসা এমনকি বাড়িতে গিয়ে চিকিৎসক দেখে আসার ব্যবস্থা ছাড়াও আইনি সহায়তার বিষয়েও প্রবীণ নাগরিকদের জন্য এক ধাপ এগিয়ে বিশেষ পরিষেবা দল তৈরি হয়েছে। নদিয়ার পুলিশ সুপার অর্ণব ঘোষ বলেন, “বৃহস্পতিবার কল্যাণী, রানাঘাট ও কৃষ্ণনগর কোতোয়ালিতে সহায় কাজ শুরু করবে। আমাদের আরও কিছু পরিকল্পনা আছে। অসহায়দের কাছে পুলিশ যেন সাহায্যের মুখ হয় সেটা আমাদের লক্ষ্য।’’

গোটা জেলার মধ্যে সহায় কেন শুধু তিন মহকুমায়? পুলিশ সুপার জানান, শহর এলাকাতেই বৃদ্ধদের অসহায়তা বেশি করে নজরে আসে। কিন্তু শহরে বেশিরভাগই ছেলে-মেয়েরা বাইরে থাকেন। বৃদ্ধ বা বৃদ্ধা একা থাকেন। আবার কেউ কেউ পরিবারের মধ্যে থেকেও একা। তাঁদের কথা ভেবেই ‘সহায়’। ইতিমধ্যেই থানাগুলোতে পুলিশ অফিসার ও সিভিক পুলিশদের নিয়ে এলাকা ভিত্তিক ভাবে ছোট ছোট দল তৈরি হয়েছে। ওই দলের সদস্যরা একটি খাতা নিয়ে নিয়মিত প্রবীণ বাসিন্দাদের কাছে গিয়ে তাঁদের অভাব, অভিযোগ শুনবেন এবং সব সমস্যায় সাহায্য করবেন। ওই সদস্যেরা ঠিক মতো সহায়তা করছেন কি না, খোঁজ রাখতে মাঝে মধ্যে প্রবীণদের সঙ্গে যোগাযোগ রাখবেন আইসি, এসডিপিও বা অতিরিক্ত পুলিশ সুপারেরাও। যাঁদের মোবাইল রয়েছে তাঁদের দেওয়া হবে পুলিশ ও হাসপাতালের হেল্প লাইন নম্বর। রাত-বিরেতে এই নম্বরে ফোন করলেই একেবারে বাড়িতে চিকিৎসক পৌঁছে যাবেন।

এই উদ্যোগে সামিল হয়েছে কলকাতার একটি নামী বেসরকারি হাসপাতালও। বৃহস্পতিবার থেকেই তাঁরা প্রবীণদের জন্য চালু করছেন শ্রদ্ধা কার্ড। এই কার্ড চিকিৎসা ক্ষেত্রে ছাড় দেবে। কল্যাণীর নার্সিংহোমগুলোও প্রবীণদের বিশেষ ছাড় দেওয়ার কথা ঘোষণা করছে এ দিন থেকে। কল্যাণী বিদ্যাসাগর মঞ্চে সহায়ের সূচনা অনুষ্ঠানে থাকছে বিনামূল্যে হেলথ চেক-আপ ক্যাম্প। প্রবীণদের বিশেষ কিছু সিনেমা দেখানোরও বন্দোবস্ত হয়েছে এ দিন। কল্যাণী পুরসভার চেয়ারম্যান নীলিমেষ রায়চৌধুরী বলেন, ‘‘আমরাও আছি ওঁদের সঙ্গে। সব ওয়ার্ডে আমরা মোবাইল হেলথ ক্যাম্প করব।’’ এগিয়ে এসেছে কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কও। এখন থেকে সপ্তাহে অন্তত দু’দিন প্রবীণদের জন্য নির্দিষ্ট কাউন্টার ও অসুস্থ বৃদ্ধদের বাড়িতে গিয়ে ব্যাঙ্কের কাজ করিয়ে আনা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের কল্যাণী শাখার এক কর্তা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bitan bhattacharya kalyani sahay old people
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE