Advertisement
০৫ মে ২০২৪

আদালতের নির্দেশ, কাটল পঞ্চায়েতে জট

প্রধানের সদস্যপদ নিয়ে টানাটানির জেরে গত ক’মাস ধরে অচলাবস্থা চলছিল ডোমকলের ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েতে। অবশেষে আদালতের মধ্যস্থতায় খারিজ হল কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া প্রধানের সদস্যপদ। কংগ্রেসের উপপ্রধান সৈদুল ইসলামের কাঁধে ন্যস্ত হল ধুলাউড়ি পঞ্চায়েতের দায়িত্বভার।

নিজস্ব সংবাদদাতা
ডোমকল শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৪ ০০:০১
Share: Save:

প্রধানের সদস্যপদ নিয়ে টানাটানির জেরে গত ক’মাস ধরে অচলাবস্থা চলছিল ডোমকলের ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েতে। অবশেষে আদালতের মধ্যস্থতায় খারিজ হল কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া প্রধানের সদস্যপদ। কংগ্রেসের উপপ্রধান সৈদুল ইসলামের কাঁধে ন্যস্ত হল ধুলাউড়ি পঞ্চায়েতের দায়িত্বভার।

গত পঞ্চায়েত নির্বাচনে ধুলাউড়ি পঞ্চায়েতে মোট ২২টির মধ্যে ১২টি আসন দখল করে কংগ্রেস। ১০টি আসন পায় বামেরা। সেই সময় কংগ্রেসেরই এক পঞ্চায়েত সদস্যা পারভিনা বিবি বিরোধী বামেদের সঙ্গে নিয়ে প্রধানের পদে বসেন (১১-১১)। প্রথমে বিষয়টি নিয়ে জলঘোলা করেনি কংগ্রেস। উপপ্রধানের পদ নিয়ে সন্তুষ্ট থাকে তারা। কিন্তু মাসখানেক আগে মান্নান হোসেনের নেতৃত্বে পারভিনা বিবি-সহ বাম সদস্যেরা তৃণমূলে যোগ দিলে ক্ষেপে যায় কংগ্রেস। ডোমকল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কংগ্রেসের প্রদীপ চাকি বলেন, ‘‘প্রধান বিরোধীদের সঙ্গে গেলেও প্রথমে আমরা ভেবেছিলাম আমাদের সঙ্গে সহমত রেখেই চলবেন। কিন্তু পরে তিনি নিজের খেয়ালে চলতে থাকায় আমরা দলবিরোধী আইনে তাঁর সদস্যপদ খারিজের আবেদন জানাই।”

৫ নভেম্বের পারভিনা বিবির সদস্যপদ খারিজ করেন ডোমকলের বিডিও রবীন্দ্রনাথ মিশ্র। কিন্তু ঠিক দু’দিন বাদে ৭ তারিখ ওই সদস্যপদ খারিজের বিষয়টি নিয়ে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে ব্লক প্রশাসন জানায়, তাদের ভুল হয়েছে। ফের একটি নির্দেশিকা জারি করে বিডিও জানান, পারভিনার সদস্যপদ বহাল থাকবে।

প্রশাসনের ভোলবদলে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। কংগ্রেস নেত্রী শাওনি সিংহ বলেন, ‘‘ডোমকলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় দলবদলের একটি নাটক দেখানোর জন্য প্রশাসন এমনটা করেছিল। ওই প্রধানের সদস্যপদ খারিজ হয়ে গেলে তিনি সভায় যেতে পারতেন না।”

ঘটনার প্রতিবাদে পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেয় কংগ্রেস। প্রশাসনের হস্থক্ষেপে ২১ দিন পরে তালা খুললেও ডামাডোল চলছিলই। ইতিমধ্যে কংগ্রেস বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়। সম্প্রতি আদালত প্রধানের সদস্যপদ খারিজের পক্ষে রায় দিলে ফের চাপে পড়ে প্রশাসন।

বিব্রত বিডিও এ দিন সংক্ষেপে বলেন, “আদালতের নির্দেশমতো উপপ্রধানকে পঞ্চায়েতের দায়িত্ব দেওয়া হয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

domkal panchayat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE