পার্ট-১ এর ফলাফল নিয়ে ক্ষুব্ধ জঙ্গিপুর কলেজের ছাত্রছাত্রীরা কলেজ গেটে তালা লাগিয়ে ঘণ্টা দুয়েক ধরে বিক্ষোভ দেখালেন। এ বারে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীন ওই কলেজে পাঁচশো’রও বেশি ছাত্রছাত্রীর মার্কশিটে দেখা যায় হয় তাঁরা খুব কম নম্বর পেয়েছেন কিংবা ফল অসম্পূর্ণ এসেছে। এ দিন ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে স্মারকলিপিও জমা দেওয়া হয়।
কলেজ সূত্রে জানা গিয়েছে, এ বছরের পার্ট ওয়ানে যাঁরা পরীক্ষা দিয়েছেন তাঁদের অনেকেই বিভিন্ন বিষয়ে ১৫০-র মধ্যে ২-৩ করে নম্বর পেয়েছেন। আবার কেউ আবার পরীক্ষা হলে অনুপস্থিত থাকলেও ৫০ শতাংশ নম্বর পেয়েছেন। কেউ বা পরীক্ষা দিলেও তাঁকে অনুপস্থিত দেখানো হয়েছে। ভূগোলে ১৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৮০ জন ২-৩ করে নম্বর পেয়েছেন। প্রাণিবিদ্যায় ৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে এইভাবেই কম নম্বর পেয়েছেন ৬০ জন। তারই প্রতিবাদে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা এ দিন গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। ঘণ্টা দুই ধরে বিক্ষোভ চলার পর তাঁরা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে পুনর্মূল্যায়নের দাবি জানিয়ে একটি স্মারকলিপি জমা দেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুশেন্দু বিশ্বাস বলেন, “ওই ফলাফলে আমরাও তাজ্জব। ছাত্রছাত্রীদের দুশ্চিন্তা অস্বাভাবিক নয়। কোথায় যে সমস্যা হল বুঝতে পারছিনা। তবে পড়ুয়াদের বলা হয়েছে এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষের কিছু করার নেই।” তাঁর কথায়, “নিয়ম অনুযায়ী ২টি বিষয়ের পরীক্ষার খাতা রিভিউ করা যায়। তবে ছাত্রছাত্রীরা তারও বেশি বিষয় রিভিউ করার আবেদন জানালে কলেজ তা বিশ্ববিদ্যালয়ের কাছে পাঠিয়ে দেবে।” তিনি বলেন, “আমরা প্রতি নিয়ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ রেখে চলছি। প্রায় সব কলেজেই একই সমস্যা দেখা দিয়েছে। এখন বিশ্ববিদ্যালয় কী সিদ্ধান্ত নেবে তারই প্রতীক্ষায় সবাই রয়েছেন।”