Advertisement
E-Paper

সংস্কৃতি যেখানে যেমন

বিএড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সত্তরোর্ধ্ব হর্ষ দাশগুপ্ত এখনও গিটার হাতে ব্যান্ডের গান গেয়ে মঞ্চ কাঁপান। গান লেখা, সুর দেওয়া, রবীন্দ্রসঙ্গীতের ইংরেজি স্বরলিপি রচনাতে সমান পারদর্শী তিনি। মাউস হাতে কম্পিউটারে তিনি ছবি আঁকতেও তিনি সমান দক্ষ তার সন্ধান জানা ছিল না কারও।

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৫ ০০:৫৯
করিমপুরে বসেছে বাউলের আসর।—নিজস্ব চিত্র।

করিমপুরে বসেছে বাউলের আসর।—নিজস্ব চিত্র।

‘মাউস’ যখন তুলি
বহরমপুর

বিএড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সত্তরোর্ধ্ব হর্ষ দাশগুপ্ত এখনও গিটার হাতে ব্যান্ডের গান গেয়ে মঞ্চ কাঁপান। গান লেখা, সুর দেওয়া, রবীন্দ্রসঙ্গীতের ইংরেজি স্বরলিপি রচনাতে সমান পারদর্শী তিনি। মাউস হাতে কম্পিউটারে তিনি ছবি আঁকতেও তিনি সমান দক্ষ তার সন্ধান জানা ছিল না কারও। সেই পরিচয় মিলল দিন কয়েক আগে ‘প্রাযুক্তিক অঙ্কন’ নামের চিত্রগ্রন্থ প্রকাশের মাধ্যমে। কবি গোবিন্দ ত্রিবেদী সম্পাদিত ওই অ্যালবামে রয়েছে কম্পিউটার গ্রাফিক্সে আঁকা ৯৯টি ছবি। নানা রঙের ছবিগুলি দর্শকদের মনকে টানে।

রানাঘাটে সংবর্ধনা
রানাঘাট

শিক্ষক দিবস উপলক্ষে রানাঘাট বাইস একাডেমির উদ্যোগে শনিবার রানাঘাট কোর্টমোড়ে নিজস্ব ভবনে আলোচনাচক্র, গুণীজন সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি রমাপ্রসাদ রায়, রানাঘাট মহকুমার তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভময় মিত্র, অ্যাকাডেমির সভাপতি ও শিক্ষক সুশান্ত বাউলি, কবি কার্তিক মোদক, কুঞ্জবন বিশ্বাস, শফিকুল ইসলাম, রাজু শেখ-সহ অন্যেরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আবৃত্তিকার চন্দ্রজিৎ প্রামাণিক।

ছোটদের আবৃত্তি
বহরমপুর

শতাধিক কচিকাঁচা আবৃত্তি করল বহরমপুর কালেক্টরেট ক্লাব হলে। গত ২২ এবং ২৯ অগস্ট বাচিক শিল্পচর্চার মুক্তদিগন্তের উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। যোগদানকারীদের পুরস্কৃত করা হয়। পাশাপশি তাদের কোথায় কী খামতি তা চিহ্নিত করে সংশোধনের পথ বাতলে দেওয়া হয়।

গ্রন্থ প্রকাশ
লালগোলা

প্রকাশিত হল লালগোলার অবসরপ্রাপ্ত শিক্ষক মোজাম্মেল হকের প্রবন্ধ সংকলন ‘পশ্চিমবঙ্গে মাদ্রাসা শিক্ষা ও প্রাসঙ্গিক চর্চা’ (আকাশ)। মোট ১৬টি প্রবন্ধ রয়েছে। রাজ্যের মাদ্রাসা শিক্ষা বিষয়ে অনেক জরুরি বিষয়ের হদিশ রয়েছে ১৮০ পৃষ্ঠার ওই বইয়ে। প্রচ্ছদ শিল্পী অভিজিৎ রায়।

প্রকাশিত ‘লুব্ধক’
চাকদহ

প্রকাশিত হল মঞ্জু সান্যালের আত্মজীবনীমূলক উপন্যাস “লুব্ধক’। শনিবার বিকেলে চাকদহের বসন্তকুমারী বালিকা বিদ্যাপীঠে এর উদ্বোধন করেন সাহিত্যিক শান্তি বিশ্বাস। এ দিন কবিতা পাঠের আসরের আয়োজনও করা হয়। কবি প্রাণবল্লভ রায়, নিয়তি মৈত্র, সঞ্জিত দাস, প্রফুল্লকুমার বালা, কুমুদরঞ্জন দাস-সহ অন্যেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন কবি ও শিক্ষাবিদ বিকাশ মৈত্র।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy