Advertisement
২২ মে ২০২৪

নারদ-ফুটেজ আনতে যাবেন অনিল, নগেন্দ্র

ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে নারদ-কাণ্ডের ভিডিও ফুটেজ সংগ্রহ করতে কলকাতা হাইকোর্টের এক জন রেজিস্ট্রারের সঙ্গে দিল্লি যাবেন রাজ্য পুলিশের আইজি অনিল কুমার এবং সিবিআই-এর পুলিশ সুপার (দুর্নীতি দমন শাখা) নগেন্দ্র প্রসাদ। মঙ্গলবার রাজ্য সরকার ও সিবিআই-এর পক্ষ থেকে হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের ডিভিশন বেঞ্চকে ওই দুই অফিসারের নাম জানিয়ে দেওয়া হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৬ ০২:৪৭
Share: Save:

ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে নারদ-কাণ্ডের ভিডিও ফুটেজ সংগ্রহ করতে কলকাতা হাইকোর্টের এক জন রেজিস্ট্রারের সঙ্গে দিল্লি যাবেন রাজ্য পুলিশের আইজি অনিল কুমার এবং সিবিআই-এর পুলিশ সুপার (দুর্নীতি দমন শাখা) নগেন্দ্র প্রসাদ। মঙ্গলবার রাজ্য সরকার ও সিবিআই-এর পক্ষ থেকে হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের ডিভিশন বেঞ্চকে ওই দুই অফিসারের নাম জানিয়ে দেওয়া হয়েছে। ডিভিশন বেঞ্চ এ দিন রাজ্য এবং সিবিআই-কে নির্দেশ দিয়েছে, নারদ-কর্তার কাছ থেকে ওই ফুটেজ আনতে হাইকোর্টের রেজিস্ট্রার (অরিজিনাল সাইড) জয়ন্ত কোলেকে যেন তাঁরা সাহায্য করেন।

স্যামুয়েলের আর্জি মেনে তাঁর কাছ থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করতে সোমবার তিন সদস্যের কমিটি গঠনের কথা ঘোষণা করেছিল ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ ছিল, সিবিআইয়ের কোনও ডিআইজি এবং রাজ্য পুলিশের কোন আইজি পদমর্যাদার অফিসারকে হাইকোর্টের রেজিস্ট্রারের সঙ্গে দিল্লি যেতে হবে। সেই মতো এ দিন হাইকোর্টকে ওই দু’জনের নাম জানিয়ে দেয় সংশ্লিষ্ট পক্ষ। সিবিআই-এর আইনজীবী মহম্মদ আসরাফ আলি আদালতকে জানান, ডিআইজি ব্রাজিলে প্রশিক্ষণে গিয়েছেন। তাঁর পরিবর্তে পূর্বাঞ্চলের ডিরেক্টর নগেন্দ্র প্রসাদকে কমিটিতে নিযুক্ত করা হোক। সেই আর্জি মঞ্জুর করে আদালত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

nagendra prasad Anil kumar Narada
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE