পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকেই মডেল হিসেবে মান্যতা দিয়েছেন মোদী-শাহ-যোগীরা। এভাবেই বিজেপি শিবিরকে কটাক্ষ করল তৃণমূল। রবিবার সকালে একটি সংবাদপত্রে উত্তরপ্রদেশ সরকারের একটি বিজ্ঞাপনে যোগী আদিত্যনাথের ছবির সঙ্গে কলকাতার মা উড়ালপুলের ছবি দেওয়া হয়। সঙ্গে দাবি করা হয়, উত্তরপ্রদেশের উন্নয়ন এভাবেই এগিয়ে চলেছে। কিন্তু বিজ্ঞাপনের ছবিটি প্রকাশ্যে আসতেই তৃণমূলের আক্রমণ শুরু হয়। টুইট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায়, সকলেই আক্রমণ করেছেন বিজেপি-র উন্নয়নের মডেলকে। এরপরেই দক্ষিণ কলকাতার এক হোটেলে সাংবাদিক বৈঠক করে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন ও মুখপাত্র সমীর চক্রবর্তী চড়া সুরে আক্রমণ করেন বিজেপি-কে।