জগাই-মাধাই-বিদাই। রাজ্যে বিরোধীদের মধ্যে বোঝাপড়ার অভিযোগ করে কংগ্রেস-সিপিএম ও বিজেপিকে এ ভাবেই এক বন্ধনীতে রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তাঁর সমালোচনায় প্রধানমন্ত্রীর মুখে ‘জগাই-মাধাই’ শোনার পর মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘‘আমাদের প্রকল্প ওঁরা নকল করেন জানতাম। শেষ পর্যন্ত আমাদের স্লোগানও টুকলি করছেন!’’ মোদী এ দিন তাঁর বক্তৃতায় জগাই-মাধাই বলার পর তৃণমূল সরকারের ‘বিদায়’ আসন্ন বলেও ভবিষ্যদ্বাণী করেছেন।
এ দিন জলপাইগুড়ির ময়নাগুড়িতে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘‘এখানে দিদি মুখ্যমন্ত্রী। কিন্তু চলছে অন্য লোকের দাদাগিরি। জগাই-মাধাইরা দাদাগিরি করছে। সব প্রকল্পে দালালদেরই অগ্রাধিকার। দিদি দিল্লি যেতে ব্যস্ত। আর এখানে দালালদের সিন্ডিকেটরাজ চলছে।’’
তৃণমূল শাসনে হিংসার অভিযোগ করে প্রধানমন্ত্রী এ দিন বলেন, ‘‘কমিউনিস্টদের হিংসার হাত থেকে মুক্তির জন্য তৃণমূলকে ক্ষমতায় এনেছিলেন। কিন্তু তৃণমূলও হিংসার পথেই চলছে।’’ এই প্রসঙ্গে ত্রিপুরার রাজনৈতিক পরিবর্তনের কথা টেনে মোদীর বক্তব্য, ‘‘খুনখারাপি থেকে বাংলারও মুক্তি পাওয়া উচিত। বাংলায় গুন্ডাগিরির সঙ্গে লড়াইয়ের জন্য বিজেপি তৈরি।’’ প্রধানমন্ত্রীর এই অভিযোগের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘পঞ্চায়েত নির্বাচনে আমরা জগাই-মাধাই-বিদাইকে এক সঙ্গে দেখেছি। এখনও কয়েকটি জায়গায় তারা মিলেমিশে পঞ্চায়েতে আছে।’’