শাসক দলে যোগ দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের তরফে লাগাতার ‘চাপ’ দেওয়া হচ্ছে বলে দাবি করলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী। বিজেপির কাছ থেকে তিনি ৩০ কোটি টাকা নিয়েছেন, এমন অভিযোগ করায় তৃণমূলের বিধায়ক সওকাত মোল্লার বিরুদ্ধে সোমবার কলকাতার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মানহানির মামলা করেছেন নওসাদ। সওকাতের কনভয়ের গাড়ির ধাক্কায় মৃত তাজউদ্দিনের বাড়িতেও গিয়েছিলেন তিনি। তাঁর দাবি, ভাঙড়ে উন্নয়নমূলক কাজে তাঁর প্রস্তাব আটকে রাখা হচ্ছে। শাসক দলে যোগ দেওয়ার ‘চাপ’ দেওয়া হচ্ছে, গত বিধানসভা অধিবেশনেও তেমন প্রস্তাব দেওয়া হয়েছে। যা শুনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য, ‘‘ভোটের ৬ মাস আগে থেকে এই সব বলে ‘আর চাপ নিতে পারলাম না’ জানিয়ে নওসাদ ভাই ভোটের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে যাবেন কি না, তিনিই বলতে পারবেন! আগে থেকে বলেও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কেন লড়েননি, তার উত্তরও নওসাদ ভাইকেই দিতে হবে।’’ আর তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, ‘‘প্রার্থি-পদ নিয়ে নওসাদ সম্ভবত নিজের দলেই সমস্যায় রয়েছেন। তাই বিষয়টিকে অন্য দিকে ঘোরাতে চাইছেন। তৃণমূল দল ভাঙাতে যাবে কেন? ভাঙড়ে এ বার তৃণমূলই জিতবে।’’ তাঁর আরও মন্তব্য, ‘‘অভিষেককে ডায়মন্ড হারবার ছাড়বেন (নওসাদ) কেন? হালি পানি পাবেন না বুঝে ওই ভুল করেননি।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)