দু’পক্ষই রাজি। কলকাতা হাইকোর্টে মন্ত্রী মদন মিত্রের জামিনের আবেদনের শুনানি হবে ৬ অগস্ট। সিবিআইয়ের আইনজীবী মহম্মদ আসরাফ আলি সোমবার বিচারপতি নিশীথা মাত্রের ডিভিশন বেঞ্চে জানান, ওই দিন শুনানি হলে তাঁদের সুবিধে হয়। সিবিআইয়ের আইনজীবী কে রাঘবচারিলু দিল্লি থেকে এসে ওই মামলা লড়বেন। মদনবাবুর আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্যও জানান, ওই দিন শুনানি হলে তাঁদের অসুবিধে নেই। কলকাতার নগর দায়রা আদালতের মুখ্য বিচারক সারদা কাণ্ডে ধৃত মদনবাবুর জামিনের আর্জি খারিজ করে দেওয়ায় মন্ত্রীর কৌঁসুলিরা ফের হাইকোর্টে যান। বিচারপতি গিরীশ গুপ্তের ডিভিশন বেঞ্চ ব্যক্তিগত কারণে মামলাটি ছেড়ে দেওয়ায় সেটি পাঠানো হয় বিচারপতি মাত্রের ডিভিশন বেঞ্চে।