নভেম্বরেই শীতের আমেজ রাজ্যে। মাসের শেষ দিকে আরও একটু বেশি করে সেই আমেজ উপভোগ করার সুযোগ পাবেন রাজ্যবাসী। বুধবার রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে পারদ নামবে বেশ খানিকটা। কলকাতাতেও থাকবে ঠান্ডা। তবে জাঁকিয়ে শীত এখনই পড়ছে না। তার জন্য গুনতে হবে আরও কিছু দিন।
আলিপুর আবহাওয়া দফতর বলছে, বুধবার কলকাতায় ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে পারদ। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও ১৩ ডিগ্রি সেলসিয়াস বা তারও কিছু নীচে নামতে পারে তাপমাত্রা। আগামী দু’দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। শুক্রবার থেকে রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা বেড়ে স্বাভাবিকের কাছাকাছি চলে যেতে পারে। কলকাতায় মঙ্গলবার ছিল এখন পর্যন্ত মরসুমের শীতলতম দিন। সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৬.৪ ডিগ্রি সেলসিয়াসে।
রাজ্যের উত্তর থেকে দক্ষিণে কোথাও ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা কিছুটা কমলেও পরবর্তী তিন-চার দিনে তাপমাত্রা কিছুটা বাড়বে।
আরও পড়ুন:
অন্য দিকে, বঙ্গোপসাগরের উপরে রয়েছে জোড়া নিম্নচাপ। মালাক্কা প্রণালীতে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করবে। সেখানেই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোমোরিন এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে আরও একটি নিম্নচাপ অঞ্চল। আগামী ২৪ ঘণ্টায় এটি উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে এগিয়ে শক্তি বৃদ্ধি করে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে। তার পরের ২৪ ঘণ্টায় তার গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই দুই নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব নেই রাজ্যের আবহাওয়ায়। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে পর্যটকদের জন্য সতর্কবার্তা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন-নিকোবর এবং আন্দামান দ্বীপপুঞ্জে।