প্রাকৃতিক দুর্যোগের কারণে উত্তরবঙ্গের আধিকারিকদের নির্বাচন কমিশনের ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতীর সঙ্গে বৈঠকে উপস্থিত থাকতে হবে না বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন। আগামী ৮ তারিখ সকাল ১০টায় ওই বৈঠক হওয়ার কথা।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর সূত্রে খবর, দুর্যোগের কারণে এখন উত্তরবঙ্গের জেলাগুলিতে ত্রাণ ও পুনর্বাসনের কাজ চলছে। তাই সেই জরুরি কাজের জন্য উত্তরবঙ্গের সব জেলার জেলা নির্বাচনী অফিসার, অতিরিক্ত জেলাশাসক, নির্বাচনী রেজিস্ট্রেশন অফিসার এবং অন্য অফিসারদের বৈঠকে যোগ না দেওয়ার কথা বলা হয়েছে। চলতি মাসে ওই আধিকারিকদের সঙ্গে আলাদা করে বৈঠক করবে কমিশন।
আরও পড়ুন:
প্রসঙ্গত, শনিবার রাতে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। ধস নেমে বাড়ি-রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত। অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। বালাসন নদীর উপর দুধিয়ার লোহার সেতুর একাংশ বৃষ্টিতে ভেঙে যায়। এর ফলে শিলিগুড়ি এবং মিরিকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সৌরেনির কাছে দারাগাঁওয়ে গভীর রাতে ধস নামে। একটি বাড়ি ধসে যায়। আপার দুধিয়া বা ডাম্ফেডার এলাকায় চার থেকে পাঁচটি বাড়ি ধসে গিয়ে জলের তলায় চলে গিয়েছে। বেশ কিছু হোমস্টে ছিল দার্জিলিঙের ওই অংশে। সেগুলোও ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়েছে। দুধিয়া নদীর একপাশে রয়েছে বিএসএফের ক্যাম্প। সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে।