Advertisement
৩০ এপ্রিল ২০২৪

হোম থেকে নিখোঁজ

হোম-কাণ্ড নিয়ে হইচইয়ের মাঝেই জলপাইগুড়ির সরকারি হোম কোরক থেকে নিখোঁজ হয়ে গেল তেরো বছরের এক কিশোর৷ মঙ্গলবার ফুটবল খেলার জন্য কোরক হোম থেকে বেরিয়ে সে আর ফেরেনি৷ এ ব্যাপারে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগও দায়ের হয়েছে৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৭ ০২:১০
Share: Save:

হোম-কাণ্ড নিয়ে হইচইয়ের মাঝেই জলপাইগুড়ির সরকারি হোম কোরক থেকে নিখোঁজ হয়ে গেল তেরো বছরের এক কিশোর৷ মঙ্গলবার ফুটবল খেলার জন্য কোরক হোম থেকে বেরিয়ে সে আর ফেরেনি৷ এ ব্যাপারে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগও দায়ের হয়েছে৷ এ দিনই শিশু পাচার কাণ্ডে চন্দনা জুহি সহ বাকি অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত৷

কোরক হোম সূত্রে জানা গিয়েছে, তেরো বছরের ওই নিখোঁজ কিশোরের বাড়ি অরুণাচল প্রদেশের চেমিং-এ৷ ২০১৫ সালের মার্চ মাসে শিলিগুড়িতে তার দাদার সঙ্গে ধরা পড়ে যায়৷ ওই বছর ৩১ মার্চ থেকে সে কোরক হোমে রয়েছে৷ জলপাইগুড়িতে একটি প্রাথমিক স্কুলে সে পড়াশোনাও করে৷ রোজ সকালে টাউন ক্লাবের মাঠে হোমের আরও দশ আবাসিকের সঙ্গে ফুটবল প্রশিক্ষণও নিতে যায় সে৷

হোম সূত্রের খবর, মঙ্গলবার সকালে বাকিদের সঙ্গে না গিয়ে একটু আগেই হোম থেকে বের হয় সে৷ বেলা এগারোটা নাগাদ বাকিরা ফিরে এলেও সে আসেনি৷ হোম কর্তৃপক্ষ খোঁজ নিয়ে জানতে পারেন মাঠেও যায়নি সে৷

ওই দিনই জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়৷ কোরক হোমের সুপার প্রণয় দে জানান, এবছরই চেমিং-এ সিডব্লুউসি-র কাছে কিশোরকে পাঠানোর কথা ছিল৷ সে ব্যাপারে জলপাইগুড়ি সিডব্লুউসির অর্ডারও হয়ে গিয়েছিল৷ পুলিশের এক কর্তা জানান, তার খোঁজ চলছে৷

এ দিকে শিশু পাচার কাণ্ডে অভিযুক্ত চন্দনা চক্রবর্তী, জুহি চৌধুরী-সহ বাকি অভিযুক্তদের এ দিন জলপাইগুড়ি আদালতে তোলা হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেবপ্রিয় বসু ফের একবার তাদের জামিনের আবেদন খারিজ করে দেন৷ সোনালি মন্ডল বাদে প্রত্যেকের জন্যই এদিন জামিনের আবেদন করেন তাদের আইনজীবীরা৷ বিচারক ধৃত প্রত্যেককে আবার চোদ্দো দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Missing Home
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE