বিদ্যুতের খুঁটিতে বাঁধা হাত-পা। গলা থেকে মাথা জড়ানো পলিথিনে। ‘টিকটক’ ভিডিয়ো তুলতে এমনই কাজ করেছিল এক কিশোর। সঙ্গী ছিল দুই বন্ধু।
কিন্তু ছবিটা বদলায় কয়েক মুহূর্তেই। স্থানীয় সূত্রে খবর, পলিথিনে দম বন্ধ হওয়ায় ছটফট শুরু করে ওই কিশোর। ভয় পেয়ে সেই মোড়ক সরাতে গিয়ে তাড়াহুড়োয় পলিথিনে আরও জট পাকিয়ে ফেলে দুই বন্ধু। ক্রমে নিস্তজ হয়ে পড়ে ওই কিশোর। আশপাশের লোককে ডেকে এনে ছুরি দিয়ে কাটা হয় পলিথিনের আবরণ। বেহুঁশ কিশোরকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।
মঙ্গলবার রাতে মালদহের পুখুরিয়া থানার পিরগাই এলাকার ঘটনা। অভিযোগ, ‘টিকটক’ ভিডিয়ো তুলতে গিয়েই ওই দুর্ঘটনা ঘটে।