Advertisement
১০ মে ২০২৪
Catfish

Catfish: ছিপে উঠল ২০ কেজির রাঘববোয়াল! চার ঘণ্টার চেষ্টায় নদী থেকে তুললেন জলপাইগুড়ির দুই যুবক

জলপাইগুড়ি শহরের বাসিন্দা বিষ্ণু রায় এবং তাপস মজুমদারের নেশা মাছ ধরা। তাঁরা নিয়ম করে মাছ ধরেন করলা নদীতে। তাঁদের ছিপেই ধরা পড়ে মাছ।

সেই বিশালাকৃতির বোয়াল মাছ।

সেই বিশালাকৃতির বোয়াল মাছ। — নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২২ ১৫:০৫
Share: Save:

আক্ষরিক অর্থেই রাঘব বোয়াল ধরলেন দুই শখের মৎস্যজীবী। জলপাইগুড়ি করলা নদী থেকে হাত ছিপে প্রায় ২০ কিলোগ্রাম ওজনের বোয়াল মাছ ধরলেন দুই যুবক। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

জলপাইগুড়ি শহরের বাসিন্দা বিষ্ণু রায় এবং তাপস মজুমদারের নেশা মাছ ধরা। প্রতি দিন সকালে দুই বন্ধু নিয়ম করে মাছ ধরেন করলা নদীতে। শনিবার সকালে তাঁরা নৌকায় চড়ে মাছ ধরতে নামেন নদীতে। বঁড়শিতে টোপ লাগিয়ে নদীতে ছিপ ফেলছিলেন তাঁরা। সেই সময় মস্ত ওই বোয়াল মাছটি খেয়ে ফেলে তাদের টোপ বঁড়শিতে গেঁথে যায়। এর পর ঘন্টা চারেকের চেষ্টায় তাঁরা মাছটিকে কাবু করেন। নদীর পাড়ে তোলেন মাছটিকে। মাছশিকারি বিষ্ণু বলেন, ‘‘আমরা এ দিন পোনা মাছ ধরবেন বলে শ্যাওলা টোপ দিয়ে ছিপ ফেলছিলেন। আচমকা বঁড়শিতে বোয়াল মাছ গেঁথে যায়। প্রায় চার ঘন্টার চেষ্টায় আমরা মাছটিকে নদী থেকে ডাঙায় তুলি।’’

ছিপে বড় মাছ ওঠার খবর পেয়ে করলা নদীর বাবুঘাট সংলগ্ন এলাকায় ভিড় জমান আশপাশের বাসিন্দারা। সঞ্জয় হেলা নামে মাছ দেখতে আসা এক যুবক বলেন। ‘‘অনেক দিন পর এত বড় আকারের বোয়াল মাছ হাত ছিপে ধরা পড়ল।’’ স্থানীয় মৎস্যজীবীদের অনুমান, রুপোলি বোয়াল মাছ তিস্তা নদীতে বেশি পাওয়া যায়। করলা নদীতে পাওয়া যায় সোনালি বোয়াল। কিন্তু এ বার প্রচণ্ড বর্ষা হয়েছে জলপাইগুড়িতে। সেই সময় তিস্তা নদীর জল করলা নদীতে ঢুকেছিল। আর সেই জলের সঙ্গেই পেল্লাই সাইজের রুপোলি বোয়াল মাছ করলা নদীতে এসেছে। আরও বেশ কিছু এমন মাছ পাওয়া যাবে বলে ধারণা অনেকের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Catfish fishing jalpaiguri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE