Advertisement
২৬ এপ্রিল ২০২৪

আগ্নেয়াস্ত্র হাতে প্রকাশ্যে ‘তাণ্ডব’

হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রকাশ্য রাস্তায় একদিক থেকে অন্যদিকে দৌড়াচ্ছে এক যুবক। মাঝে মধ্যেই হাতে থাকা আগ্নেয়াস্ত্র শূন্যে তুলে হুমকি দিচ্ছে। হুবহু সিনেমার মতই রবিবার রাত দশটা নাগাদ আলিপুরদুয়ার শহরের চৌপথি এলাকায় এই ঘটনার সাক্ষী হলেন এলাকার মানুষ।

নারায়ণ দে
আলিপুরদুয়ার শেষ আপডেট: ২৬ মে ২০১৫ ০২:১৬
Share: Save:

হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রকাশ্য রাস্তায় একদিক থেকে অন্যদিকে দৌড়াচ্ছে এক যুবক। মাঝে মধ্যেই হাতে থাকা আগ্নেয়াস্ত্র শূন্যে তুলে হুমকি দিচ্ছে। হুবহু সিনেমার মতই রবিবার রাত দশটা নাগাদ আলিপুরদুয়ার শহরের চৌপথি এলাকায় এই ঘটনার সাক্ষী হলেন এলাকার মানুষ। ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় চৌপথি এলাকার ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে। খবর পেয়ে এলাকায় পুলিশ পৌঁছায়। কিন্তু পুলিশের সঙ্গে লুকোচুরি খেলে গা ঢাকা দেয় ওই যুবক। কী কারণে ওই যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকা দাপিয়ে বেড়াল তা নিয়ে তৈরী হয়েছে রহস্য। বাসিন্দারা বিষয়টি পুলিশকে জানালেও, আতঙ্কে কেউ কোনও লিখিত অভিযোগ করেননি। আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার আভারু রবীন্দ্রনাথ বলেন,“ঘটনাটি কি ঘটেছে তা বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।”

আলিপুরদুয়ার থানা সূত্রে জানা গিয়েছে, রাত দশটা নাগাদ থানায় ফোন আসে এক যুবক হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি করছে। খবর পেয়ে পুলিশ যায়। বাসিন্দারা জানায় ওই যুবককে চৌপথি এলাকা থেকে কিছু দূরে বখরিবাড়ি মোড় এলাকায় দেখা গিয়েছে। পুলিশকে দেখে রাস্তার পাশে ঝোপে লুকিয়ে পড়ে ওই যুবক। পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ লুকোচুরি খেলার পর সেখান থেকে বার হয়ে বখরিবাড়ি বাধের পারে বস্তিতে গা ঢাকা দেয় সে। পুলিশ প্রাথমিক তদন্তের পর ওই যুবকের নাম জানতে পেরেছে। ওই যুবকের এক বন্ধু ও দাদাকে জিজ্ঞাসাবাদ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই যুবকের দাদা জানিয়েছেন, ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁদের কোনও সর্ম্পক নেই।

আলিপুরদুয়ার অভিভাবক মঞ্চের সম্পাদক ল্যারি বসু বলেন, “ব্যবসায়ীরা ভয়ে মুখ খুলতে চাইছেন না।’’ আলিপুরদুয়ার চেম্বার অফ কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দে বলেন, এলাকায় আতঙ্ক তৈরী হয়েছে। আমরা পুলিশ সুপারের কাছে এলাকায় স্থায়ী পুলিশ পিকেট বসানোর দাবি জানাব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

alipurduar arms vandalism narayan dey police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE