বালুরঘাট জেলা আদালতে মামলার তারিখ নিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। মৃতের নাম বাপি সরকার। বাড়ি বালুরঘাটের হোসেনপুর এলাকায়।
সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে আদালতে চত্বরে উকিল কৃষ্ণ দাসের সঙ্গে দেখা করতে আসেন তাঁর বিরুদ্ধে চলা ডাকাতির কেসের কোনও শুনানি আছে কিনা তা জানতে। তেমন কোনও কিছু না থাকায় উকিল তাঁকে বাড়ি ফিরে যেতে বলেন। সেই সময় তিনি আদালত লাগোয়া হাইস্কুলের শৌচালয়ে গিয়ে গলায় ফাঁস দেন। সেই দৃশ্য দেখে স্কুলের ছাত্ররা চিৎকার করলে আদালতের কর্মীরা ছুটে গিয়ে বাপির ঝুলন্ত দেহ দেখতে পান। বালুরঘাট থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, বেশ কয়েক বছর ধরে বাপির আদালতে আসা যাওয়া ছিল। তাঁর বিরুদ্ধে চলা কয়েকটি মামলার ব্যাপারে জানতে। কোনও সমাধান না হওয়ায়, মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। তার জেরেই আত্মহত্যা বলে অনুমান তাঁদের। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বালুরঘাট থানার পুলিশ।