Advertisement
E-Paper

গণমার, এ বার নগ্ন করে

শনিবার এক যুবককে নগ্ন করে গণপিটুনি দেওয়া হল সাহাপুর পঞ্চায়েতের ছাতিয়ান মোড়ে। যুবককে উদ্ধার করতে ঘিরে আক্রান্ত হয় পুলিশও।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুন ২০১৮ ০২:১০
ছিঃ: ফের ছেলে ধরা সন্দেহে গণপিটুনি। পুরাতন মালদহের সাহাপুরের ছাতিয়ান মোড়ে। নিজস্ব চিত্র

ছিঃ: ফের ছেলে ধরা সন্দেহে গণপিটুনি। পুরাতন মালদহের সাহাপুরের ছাতিয়ান মোড়ে। নিজস্ব চিত্র

মালদহে ফের ছেলেধরা সন্দেহে গণপিটুনির অভিযোগ। হবিবপুর, ইংরেজবাজারের পরে এ বার পুরাতন মালদহে। শনিবার এক যুবককে নগ্ন করে গণপিটুনি দেওয়া হল সাহাপুর পঞ্চায়েতের ছাতিয়ান মোড়ে। যুবককে উদ্ধার করতে ঘিরে আক্রান্ত হয় পুলিশও। পুলিশের গাড়িতে ভাঙচুর চালান গ্রামবাসীর একাংশ। পরে যুবককে পাঠানো হয় মৌলপুর গ্রামীণ হাসপাতালে।

এ দিন বেলা ১১টা নাগাদ ছাতিয়ান মোড়ে ছেলেধরা সন্দেহে ওই যুবককে প্রথমে নগ্ন করা হয়। তার পরে গাছের ডাল ও বাঁশ দিয়ে বেধড়ক পেটানো হয় বলে অভিযোগ। মালদহ-নালাগোলা রাজ্য সড়কের উপরেই চলে মারধর। প্রকাশ্যে এই ঘটনা ঘটলেও উদ্ধারে এগিয়ে আসেননি কেউই। খবর পেয়ে ওই যুবককে উদ্ধার করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে পুলিশও। পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম মনোজ লালা। তিনি কালিয়াচকের বাসিন্দা বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। পুরাতন মালদহে টিউশন পড়ান ওই যুবক। কীসের ভিত্তিতে আচমকা ওই যুবকের বিরুদ্ধে জনতা মারমুখী হয়ে উঠল তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। মালদহের পুলিশ সুপার অর্ণব ঘোষ বলেন, “কড়া পদক্ষেপ কড়া হবে। মামলা রুজু করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে।”

এদিকে, ছেলেধরা সন্দেহে গণপিটুনি রুখতে আইনি পদক্ষেপ করার পাশাপাশি সচেতনতা অভিযানেও জোর দিয়েছে জেলা পুলিশ। গণপিটুনির ঘটনা ঘটলেই জামিনঅযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পাশাপাশি এ সব ঘটনায় ধরপাকড়ও হচ্ছে। তার পরেও গণপিটুনির ঘটনা বন্ধ না হওয়ায় অস্বস্তিতে জেলা পুলিশ প্রশাসনের কর্তারা। মালদহ মহিলা কলেজের সমাজবিদ্যা বিষয়ের প্রাক্তন অধ্যাপিকা কৃষ্ণা গুহ বলেন, “পুলিশ প্রশাসনের পাশাপাশি সমাজে আমাদের মতো মানুষদেরও দায়িত্ব নিতে হবে। অসহায়ের উপরে জোর খাটানোর ঘটনা ঘটলেই প্রতিবাদ করতে হবে। পুলিশকে দ্রুত ঘটনা সম্পর্কে জানাতে হবে।” মালদহের জেলাশাসক কৌশিক ভট্টাচার্য বলেন, “ওসি, আইসি এবং বিডিওদের একযোগে সচেতনতামূলক প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকেও ময়দানে নামানো হচ্ছে। একই সঙ্গে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষদের নিয়ে দ্রুত বৈঠকে বসা হবে।”

হবিবপুরের ছাতিয়ানগাছি গ্রাম থেকে ছেলেধরা সন্দেহে মারধরের ঘটনার সূত্রপাত ঘটে। তার পরে একের পর এক ঘটনা ঘটেছে হবিবপুরে। এমনকি, হবিবপুরেই মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে পিটিয়ে খুন করা হয়েছে। সেই ঘটনায় হইচই পড়ে যায় রাজ্য জুড়ে। শুরু হয় ব্যাপক ধরপাকড়। তার পরেও থামানো যায়নি এ ধরনের ঘটনা। ইংরেজবাজারের অরবিন্দ পার্ক এবং ঝলঝলিয়া এলাকাতেও ছেলেধরা সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটেছে। গত, শুক্রবার আংশিক মানসিক ভারাসাম্যহীন যুবককে গণপিটুনির ঘটনা ঘটে। সেই ঘটনার রেষ কাটতে না কাটতেই ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল মালদহে।

Crime Lynching Malda মালদহ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy