Advertisement
২৬ এপ্রিল ২০২৪
chinese citizen

Arrest: ভুল করে ভারতে ঢুকে পড়েছেন, জেরায় দাবি মালদহে ধৃত চিনা নাগরিকের

২০০৯-এ ভারতে প্রথম এসেছিলেন হান। তার পর ২০১০, ২০১২, ২০১৪, ২০১৬, ২০১৯, ২০২০-তে এ দেশে এসেছিলেন।

ধৃত চিনা নাগরিক হান জুনেই।

ধৃত চিনা নাগরিক হান জুনেই।

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ১১ জুন ২০২১ ১৭:৫০
Share: Save:

বাংলাদেশ থেকে ভুলবশত ভারতে ঢুকে পড়েছেন তিনি। বিএসএফের জেরায় এমনই দাবি করেছেন চিনা নাগরিক হান জুনেই। বৃহস্পতিবারই মালদহের কালিয়াচকে ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের হাতে গ্রেফতার হয়েছেন হান।

কী ভাবে ভারতে প্রবেশ করলেন? বিএসএফ আধিকারিকদের জেরায় হান দাবি করেছেন নদীপথে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন। কিন্তু দু’দেশের মাঝে সামীনা বুঝতে না পারায় ভারতে ঢুকে পড়েন। এ দেশে তাঁর কোনও আত্মীয় নেই বলেও জানিয়েছেন হান।

২০০৯-এ ভারতে প্রথম এসেছিলেন হান। তার পর ২০১০, ২০১২, ২০১৪, ২০১৬, ২০১৯, ২০২০-তে এ দেশে এসেছিলেন। তার রফতানি সংক্রান্ত ব্যবসা রয়েছে। সেই কাজের সূত্র ধরেই ভারতে এসেছেন বলে দাবি হানের।

হান ব্যবসার সংক্রান্ত কাজের দাবি করলেও এর পিছনে অন্য কোনও রহস্য আছে বলে মনে করছেন গোয়েন্দারা। বিএসএফ(সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার)-এর ডিআইজি এস এস গুলেরিয়া জানিয়েছেন, হানকে জেরা করে জানার চেষ্টা চলছে চরবৃত্তির সঙ্গে তিনি জড়িত কিনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

arrest Malda chinese citizen
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE