Advertisement
১৬ মে ২০২৪

অসমে অবরোধে ব্যাহত ট্রেন চলাচল

টানা ছ’ঘণ্টা অসমে রেল অবরোধের জেরে বিপর্যস্ত হয়ে পড়ল উত্তরপূর্ব ভারতের সঙ্গে বাকি অংশের রেল চলাচল। মঙ্গলবার ভোর ৫টা থেকে সকাল ১১টা পর্যন্ত অবরোধের জেরে এ দিন রাত পর্যন্ত অন্তত দশ জোড়া ট্রেনের যাত্রা ব্যাহত হয়েছে।

এনজেপিতে অপেক্ষায় যাত্রীরা। — নিজস্ব চিত্র

এনজেপিতে অপেক্ষায় যাত্রীরা। — নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৬ ০২:৩০
Share: Save:

টানা ছ’ঘণ্টা অসমে রেল অবরোধের জেরে বিপর্যস্ত হয়ে পড়ল উত্তরপূর্ব ভারতের সঙ্গে বাকি অংশের রেল চলাচল।

মঙ্গলবার ভোর ৫টা থেকে সকাল ১১টা পর্যন্ত অবরোধের জেরে এ দিন রাত পর্যন্ত অন্তত দশ জোড়া ট্রেনের যাত্রা ব্যাহত হয়েছে। দূরপাল্লার কোনও ট্রেন বাতিল করা না হলেও, সিংহভাগ ট্রেনই গড়পরতা ৪ ঘণ্টা দেরিতে চলেছে। আপ-ডাউন দুই রাজধানী এক্সপ্রেস সহ নর্থইস্ট, কামরূপ, অবধ অসম এক্সপ্রেসের মতো দুরপাল্লার ট্রেন চলাচল ব্যহত হয়। দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশনের প্ল্যাটফর্মে, ওভারব্রিজে যাত্রীদের অপেক্ষা করতে দেখা গিয়েছে। যাত্রীদের অভিযোগ, কোনও ট্রেন কখন আসতে পারে তার সঠিক তথ্য স্টেশন থেকে পাওয়া যায়নি।

পৃথক কামতাপুর রাজ্যের দাবি এবং কোচ রাজবংশীদের তফশিলি জাতির স্বীকৃতির দাবিতে সারা অসম কোচরাজবংশী ছাত্র সংস্থা (আক্রাসু) এ দিন সকাল থেকে রেল অবরোধ শুরু করে। অবরোধের খবর পেয়ে সকাল সাড়ে ৮টা নাগাদ কোকরাঝাড় জেলা পুলিশ এবং সিআরপিএফ-র একটি বিশাল দল ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলে তাদেরকে আশ্বস্ত করানোর চেষ্টা করেন। প্রায় দু’ঘন্টা বাদে কোকরাঝাড় জেলা পুলিশ সুপার এবং জেলাশাসকের আশ্বাসে সকাল ১১টা নাগাদ বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। তারপরে রেল চলাচল শুরু হলেও, স্বাভাবিক হয়নি।

অবরোধের জেরে ডাউন গুয়াহাটি-দিল্লী রাজধানী এক্সপ্রেস সহ ৫ জোড়া ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। এদের মধ্যে ডাউন গুয়াহাটি-দিল্লী রাজধানী এক্সপ্রেসকে বঙ্গাইগাঁও ষ্টেশনে, ডাউন আপ সরাইঘাট এক্সপ্রেসকে গোসাইগাঁও স্টেশনে, ডাউন-গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেসকে বঙ্গাইগাঁও ষ্টেশনে, ডাউন কামরূপ এক্সপ্রেসকে বরপেটা ষ্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়। নিউ আলিপুর–লামডিং ইন্টারসিটি এবং নিউ আলিপুর-কামাখ্যা ইন্টারসিটিকে বাতিল করা হয়েছে। উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডি আর এম সঞ্জীব কিশোর বলেন, ‘‘ভোর থেকে থেকে দুপুর পর্যন্ত অসমে রেল অবরোধ ছিল। ইন্টারসিটি এবং কয়েকটি প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়। দুরপাল্লার ট্রেন দেরিতে চলছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Train service Assam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE