পুণ্যার্থীদের ধাক্কা মারে গাড়িটি। — নিজস্ব চিত্র।
তীর্থযাত্রার পথে দুর্ঘটনা। শিলিগুড়ির কাছে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ছ’জন পুণ্যার্থীর। আহত আরও অনেকে। পরিজনদের হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে মৃতের পরিবার। ঘটনাস্থলে পুলিশ।
সোমবার সকালে শিলিগুড়ির জাতীয় সড়ক ধরে হেঁটে বেশ কয়েক জন পুণ্যার্থী বাগডোগরার জংলিবাবা মন্দিরে যাচ্ছিলেন। শ্রাবণ মাসের শেষ সোমবার। তাই শিবের মাথায় জল ঢালতেই কাঁধে বাঁক নিয়ে মন্দিরের উদ্দেশে পাড়ি দিয়েছিলেন। বাগডোগরার কাছে মুনি চা বাগান এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে আসতেই দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। জাতীয় সড়ক দিয়ে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পর পর পুণ্যার্থীদের ধাক্কা মেরে পাল্টি খেয়ে নয়ানজুলিতে পড়ে যায়।
জানা গিয়েছে, ওই গাড়িটি বিহারের সুজাপুরের বাবাধাম থেকে পুণ্যার্থীদের নিয়ে আসছিল। মুনি চা বাগান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে চলে যায় গাড়িটি। সে সময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়া পথচারীদের ধাক্কা মেরে উল্টে পাশের নয়ানজুলিতে পড়ে। ওই গাড়িতে থাকা পুণ্যার্থীরা আহত হয়েছেন। প্রথমে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়েরা।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ আহত এবং মৃতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। জল থেকে তোলা হয় গাড়িটিকে। দুর্ঘটনার জেরে গাড়িটি দুমড়েমুচড়ে গিয়েছে। এখনও পর্যন্ত আহত ও নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এক পুণ্যার্থীর কথায়, ‘‘আমরা সকলে মিলে জংলিবাবা মন্দিরে যাচ্ছিলাম। দুর্ঘটনায় আমার খুড়তুতো ভাই-সহ দুই দাদা মারা গিয়েছেন।’’ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy